নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নাখালপাড়ার বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধারের পর এবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাড্ডার ফ্ল্যাট থেকে নগদ ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বাড্ডায় অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, বাড্ডার ওই ফ্ল্যাট রিয়াদ নিজে ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির মাধ্যমেই টাকাগুলো সংগ্রহ করা হয়েছে। অর্থের প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
গত শনিবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় রিয়াদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর গতকাল বুধবার রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা জানিয়েছে, রিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য আব্দুল কালাম আজাদের কাছ থেকেও জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আব্দুল কালাম আজাদ বলেন, ‘গত ২৬ জুন রিয়াদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার অফিসে ঢুকে আমাকে হুমকি দেয়। তারা বলে, “আপনি নিজে থানায় যাবেন, না আমরা নিয়ে যাব?” তারপর বলে, “টাকা দেবেন, না বাইরে যে ২০০ লোক আছে, তাদের জুতার বাড়ি, চড়-থাপ্পড় খাবেন?”
এ ঘটনার পাশাপাশি গুলশানে চাঁদাবাজির মামলায় রিয়াদসহ সাবেক পাঁচ নেতা বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।
রাজধানীর নাখালপাড়ার বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধারের পর এবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাড্ডার ফ্ল্যাট থেকে নগদ ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বাড্ডায় অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, বাড্ডার ওই ফ্ল্যাট রিয়াদ নিজে ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির মাধ্যমেই টাকাগুলো সংগ্রহ করা হয়েছে। অর্থের প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
গত শনিবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় রিয়াদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর গতকাল বুধবার রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা জানিয়েছে, রিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য আব্দুল কালাম আজাদের কাছ থেকেও জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আব্দুল কালাম আজাদ বলেন, ‘গত ২৬ জুন রিয়াদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার অফিসে ঢুকে আমাকে হুমকি দেয়। তারা বলে, “আপনি নিজে থানায় যাবেন, না আমরা নিয়ে যাব?” তারপর বলে, “টাকা দেবেন, না বাইরে যে ২০০ লোক আছে, তাদের জুতার বাড়ি, চড়-থাপ্পড় খাবেন?”
এ ঘটনার পাশাপাশি গুলশানে চাঁদাবাজির মামলায় রিয়াদসহ সাবেক পাঁচ নেতা বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।
সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাতে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের জলকপাট। আজ রোববার সকাল ১০টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান
৪ মিনিট আগেবগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
৭ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
১ ঘণ্টা আগে