নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওমরাহযাত্রীদের জিম্মি করে কিছু ট্রাভেল এজেন্সির যোগসাজশে বিমান বাংলাদেশের মতিঝিল সেলস শাখার কিছু অসাধু কর্মকর্তা টিকিটের দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ। এমন জিম্মিদশা থেকে মুক্তি পেতে বিমানের অতিরিক্ত ভাড়া প্রত্যাহারসহ তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওমরাহ হজযাত্রীদের এমন সংকটের কথা তুলে ধরে এই সংগঠন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বক্তারা বলেন, গুটি কয়েক ট্রাভেল এজেন্সিকে শত শত টিকিট বরাদ্দ দিয়ে ঢাকা-জেদ্দা রুটে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি করে রাখা হয়েছে। বিমানের প্রকৃত ভাড়া ৬৭ হাজার টাকা হলেও এই সিন্ডিকেট ঢাকা-জেদ্দা রুটে বিমান ভাড়া নিচ্ছে ৭৮ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। প্রতিটি টিকিটে ওমরাহযাত্রীদের ১১ হাজার টাকা করে অতিরিক্ত প্রদান করতে হচ্ছে।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি জানায়, এসবি, এনএসআই, ডিবি, সিআইডি, র্যাবের মাধ্যমে মতিঝিল বাংলাদেশ বিমান অফিসের খাতা ও কম্পিউটার পরীক্ষা করলেই কোন কোন এজেন্সিকে কত টিকিট দিয়েছে তার হিসাব পাওয়া যাবে। এতেই বোঝা যাবে কত ট্রাভেল এজেন্সি কত কোটি টাকা অবৈধভাবে আয় করল।
বিমানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতির কারণে বিমানে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৮০ জনের সিট খালি যাচ্ছে অভিযোগ করে সংগঠনটি আরও জানায়, হজ ও ওমরাহর মৌসুম এলেই বিমান বাংলাদেশ এয়ারলাইনস হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে দেয়, যা অনৈতিক। এতে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। বাংলাদেশ বিমান শতকরা ৩০ শতাংশ হজ ও ওমরাহযাত্রী পরিবহন করছে, বাকি যাত্রী পরিবহন করে বিদেশি এয়ারলাইনস। এতে করে বাংলাদেশের কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে। টিকিটের অতিরিক্ত ভাড়া বাবদ বিদেশি এয়ারলাইনসগুলো এসব ডলার পাচ্ছে। আমরা এই ভাড়া প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সংগঠনটির দাবি-
১. বাংলাদেশের চৌকস গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে গত দুই মাসে কোন ট্রাভেল এজেন্সিকে কত টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে এবং এক টিকিটে অতিরিক্ত ২০ হাজার টাকা করে নিয়ে সিন্ডিকেট হোতারা শত শত কোটি টাকা অবৈধভাবে কামাই করছে তার হিসেব নিয়ে পত্রিকার মাধ্যমে প্রকাশ এবং এদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ও বাংলাদেশ দণ্ডবিধির অধীনে দণ্ড প্রদান করা।
২. বিমানের দুর্নীতিবাজ সেলস কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তসহ আইনের আওতায় এনে বিচার করা।
৩. বিমানের অযৌক্তিক ভাড়া প্রত্যাহার করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, মাওলানা বশির আহমেদ, কামাল উদ্দিন, মো. মোশাররফ হোসেন, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আবু দাউল ফয়সাল।
ওমরাহযাত্রীদের জিম্মি করে কিছু ট্রাভেল এজেন্সির যোগসাজশে বিমান বাংলাদেশের মতিঝিল সেলস শাখার কিছু অসাধু কর্মকর্তা টিকিটের দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ। এমন জিম্মিদশা থেকে মুক্তি পেতে বিমানের অতিরিক্ত ভাড়া প্রত্যাহারসহ তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওমরাহ হজযাত্রীদের এমন সংকটের কথা তুলে ধরে এই সংগঠন।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বক্তারা বলেন, গুটি কয়েক ট্রাভেল এজেন্সিকে শত শত টিকিট বরাদ্দ দিয়ে ঢাকা-জেদ্দা রুটে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি করে রাখা হয়েছে। বিমানের প্রকৃত ভাড়া ৬৭ হাজার টাকা হলেও এই সিন্ডিকেট ঢাকা-জেদ্দা রুটে বিমান ভাড়া নিচ্ছে ৭৮ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। প্রতিটি টিকিটে ওমরাহযাত্রীদের ১১ হাজার টাকা করে অতিরিক্ত প্রদান করতে হচ্ছে।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি জানায়, এসবি, এনএসআই, ডিবি, সিআইডি, র্যাবের মাধ্যমে মতিঝিল বাংলাদেশ বিমান অফিসের খাতা ও কম্পিউটার পরীক্ষা করলেই কোন কোন এজেন্সিকে কত টিকিট দিয়েছে তার হিসাব পাওয়া যাবে। এতেই বোঝা যাবে কত ট্রাভেল এজেন্সি কত কোটি টাকা অবৈধভাবে আয় করল।
বিমানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতির কারণে বিমানে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৮০ জনের সিট খালি যাচ্ছে অভিযোগ করে সংগঠনটি আরও জানায়, হজ ও ওমরাহর মৌসুম এলেই বিমান বাংলাদেশ এয়ারলাইনস হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে দেয়, যা অনৈতিক। এতে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। বাংলাদেশ বিমান শতকরা ৩০ শতাংশ হজ ও ওমরাহযাত্রী পরিবহন করছে, বাকি যাত্রী পরিবহন করে বিদেশি এয়ারলাইনস। এতে করে বাংলাদেশের কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে। টিকিটের অতিরিক্ত ভাড়া বাবদ বিদেশি এয়ারলাইনসগুলো এসব ডলার পাচ্ছে। আমরা এই ভাড়া প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সংগঠনটির দাবি-
১. বাংলাদেশের চৌকস গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে গত দুই মাসে কোন ট্রাভেল এজেন্সিকে কত টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে এবং এক টিকিটে অতিরিক্ত ২০ হাজার টাকা করে নিয়ে সিন্ডিকেট হোতারা শত শত কোটি টাকা অবৈধভাবে কামাই করছে তার হিসেব নিয়ে পত্রিকার মাধ্যমে প্রকাশ এবং এদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ও বাংলাদেশ দণ্ডবিধির অধীনে দণ্ড প্রদান করা।
২. বিমানের দুর্নীতিবাজ সেলস কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তসহ আইনের আওতায় এনে বিচার করা।
৩. বিমানের অযৌক্তিক ভাড়া প্রত্যাহার করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. তাজুল ইসলাম, মাওলানা বশির আহমেদ, কামাল উদ্দিন, মো. মোশাররফ হোসেন, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আবু দাউল ফয়সাল।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে