Ajker Patrika

আদালতে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৮: ৫৬
আদালতে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি। সে মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় জামিনে ছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান মেহেদী হাসান অমিকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, জঙ্গি ছিনতাইয়ের মামলায় মেহেদী ১৪ নম্বর আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেদীর গ্রামের বাড়ি সিলেটের কোতোয়ালী এলাকায়।

ঘটনার দিন আনসার আল ইসলামের অন্যান্য ১৩ সদস্যের সঙ্গে আদালতে হাজিরা দিয়ে বের হয়েছিলেন মেহেদী। পুলিশ পরবর্তীতে জঙ্গি ছিনতাইয়ের মামলায় তাকে আসামি করে। এই মামলায়ই তাকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।

গত রোববার ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে (সিজেএম) মোহাম্মদপুরের একটি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলার শুনানি ছিল। ওই মামলায় কারাগারে থাকা ১২ জন এবং জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে বেলা পৌনে ১২টার দিকে তাদের মধ্যে চার আসামিকে এক কনস্টেবল গারদে নেওয়ার সময় সিজেএম ফটকের সামনে আনসার আল ইসলামের সদস্যরা হামলা চালায়। দুই জঙ্গি মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে (৩৪) ছিনিয়ে নেয় তাঁরা। এই ঘটনায় পুরান ঢাকার কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্ত করছে সিটিটিসি। তবে এখনও দুই জঙ্গির কোন হদিস মেলাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত