কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক বাংলাদেশের কাছে শুকনো খাবার, ওষুধ ও শীতের কাপড়সহ পণ্য-সহায়তা চেয়েছে। তবে দেশটি কোনো নগদ অর্থ সহায়তা নেবে না। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন। দেশটির পক্ষে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনশন এজেন্সি (টিকা) এসব পণ্য-সহায়তা গ্রহণ করে তুরস্কে পাঠাবে।
নগদ সহায়তা পাওয়া অর্থ পাঠাতে জটিলতা তৈরি হতে পারে এমন আশঙ্কায় কোনো আর্থিক সহায়তা নেওয়া হবে না বলে রাষ্ট্রদূত জানান। ভূমিকম্পের পর বাংলাদেশ দ্রুত উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠানোয় এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ রাষ্ট্রীয় শোক প্রকাশ করায় রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, ভূমিকম্পে প্রায় ছয় হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ স্বজনদের সহায়তার জন্য মানুষ ধ্বংসস্তূপের ওপর বসে আছেন।
নিখোঁজ রয়েছেন ঢাকায় তুরস্কের সাবেক রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক দেশটিতে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ রয়েছেন। ঢাকায় দেশটির বর্তমান রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সংবাদ সম্মেলনে এ কথা জানান। ডেভরিম ওজতুর্ক তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতলিয়ায় পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে কাজ করতেন। ভূমিকম্পের পর থেকে তাঁর কোনো খোঁজ মিলছে না বলে মুস্তাফা তুরান জানান। ডেভরিম ওজতুর্ক ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকায় নিজ দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
২১ বাংলাদেশি আঙ্কারায়, ২ জন হাসপাতালে
তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে উদ্ধার করে রাজধানী আঙ্কারায় সরিয়ে নিয়েছে সে দেশে বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ কথা জানান। ২২ জনকে আঙ্কারায় সরিয়ে আনার কথা থাকলেও এক জন শেষ মুহূর্তে উপদ্রুত এলাকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাঁদের সরিয়ে আনা হয়েছে, তাঁদের আঙ্কারায় বসবাসরত বাংলাদেশিদের বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছে বলে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. রফিকুল ইসলাম মন্ত্রণালয়কে জানিয়েছেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক বাংলাদেশের কাছে শুকনো খাবার, ওষুধ ও শীতের কাপড়সহ পণ্য-সহায়তা চেয়েছে। তবে দেশটি কোনো নগদ অর্থ সহায়তা নেবে না। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন। দেশটির পক্ষে টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনশন এজেন্সি (টিকা) এসব পণ্য-সহায়তা গ্রহণ করে তুরস্কে পাঠাবে।
নগদ সহায়তা পাওয়া অর্থ পাঠাতে জটিলতা তৈরি হতে পারে এমন আশঙ্কায় কোনো আর্থিক সহায়তা নেওয়া হবে না বলে রাষ্ট্রদূত জানান। ভূমিকম্পের পর বাংলাদেশ দ্রুত উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠানোয় এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ রাষ্ট্রীয় শোক প্রকাশ করায় রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত বলেন, ভূমিকম্পে প্রায় ছয় হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ স্বজনদের সহায়তার জন্য মানুষ ধ্বংসস্তূপের ওপর বসে আছেন।
নিখোঁজ রয়েছেন ঢাকায় তুরস্কের সাবেক রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক দেশটিতে ভূমিকম্পের পর থেকে নিখোঁজ রয়েছেন। ঢাকায় দেশটির বর্তমান রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সংবাদ সম্মেলনে এ কথা জানান। ডেভরিম ওজতুর্ক তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতলিয়ায় পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক অফিসে কাজ করতেন। ভূমিকম্পের পর থেকে তাঁর কোনো খোঁজ মিলছে না বলে মুস্তাফা তুরান জানান। ডেভরিম ওজতুর্ক ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকায় নিজ দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
২১ বাংলাদেশি আঙ্কারায়, ২ জন হাসপাতালে
তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে উদ্ধার করে রাজধানী আঙ্কারায় সরিয়ে নিয়েছে সে দেশে বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ কথা জানান। ২২ জনকে আঙ্কারায় সরিয়ে আনার কথা থাকলেও এক জন শেষ মুহূর্তে উপদ্রুত এলাকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাঁদের সরিয়ে আনা হয়েছে, তাঁদের আঙ্কারায় বসবাসরত বাংলাদেশিদের বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছে বলে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. রফিকুল ইসলাম মন্ত্রণালয়কে জানিয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
১ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৭ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে