Ajker Patrika

মুন্সিগঞ্জে পুলিশের ওপর হামলা, ৬ পুলিশ আহত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জে পুলিশের ওপর হামলা, ৬ পুলিশ আহত

মুন্সিগঞ্জে অবৈধ কারেন্ট জাল কারখানায় অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে সদর উপজেলার পঞ্চসার ইউপি সদস্য ইমরান ও তাঁর ভাই সম্রাটদের বিরুদ্ধে। এতে পুলিশের ছয় কর্মকর্তাসহ সাতজনকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিপাথর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতেরা হলেন-সদর থানা-পুলিশ পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, ফরিদুজ্জামান, মো. খসরু, সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন ও কনস্টেবল রায়হান হোসেন। এদের মধ্য নজরুল, ফরিদুজ্জামান ও রায়হানকে গুরুতর অবস্থায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। 

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. শৈবাল বসাক বলেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে ১১ থেকে সাড়ে ৩টা পর্যন্ত ছয়জন পুলিশ সদস্য আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

স্থানীয়রা বলছে, ‘রোববার রাতে আমরা যে যার বাড়িতে ঘুমিয়ে ছিলাম। রাত ১১টার দিকে মসজিদের মাইকের মাধ্যমে ঘোষণা দেয় এলাকায় ডাকাত পড়েছে। ডাকাতের খবর শুনে স্থানীয় লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসে। পড়ে জানতে পারি ইমরান মেম্বার ও তাঁর ভাই সম্রাটদের কারেন্ট জাল ফ্যাক্টরিতে পুলিশ অভিযানে এসেছে। এলাকার সাধারণ মানুষ তখন ভয়ে যার যার ঘরে চলে যায়। পরে ইমরান-সম্রাটদের লোকজন পুলিশ সদস্যের ওপর হামলা করে। শুনেছি পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এলাকার নিরীহ কোনো মানুষ জড়িত ছিল না।’

স্থানীয়রা জানায়, এলাকায় কারেন্ট জালের উৎপাদন আগের চেয়ে অনেক কমেছে। তবে এখনো ইমরান মেম্বারদের মত প্রভাবশালীরা গোপনে কারেন্ট জালের উৎপাদন ও ব্যবসা করে যাচ্ছে। তাদের কারণে আজকে অনেক নিরপরাধ, গরিব মানুষ পুলিশের কাছে বন্দী আছে। 

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজিব খান বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দিবাগত রাতে মালিপাথর এলাকায় অভিযানে যায় পুলিশ। অভিযানকালে জানা যায় স্থানীয় ইউপি সদস্য ইমরান ও তার ভাই সম্রাট অবৈধ কারেন্ট জাল তৈরি করছে। পুলিশ ওই ফ্যাক্টরির অবৈধ কারেন্ট জাল জব্দ করতে অভিযান শুরু করে। এ সময় এলাকায় ডাকাত ঢুকেছে মসজিদের মাইকে প্রচার করে ইমরানের লোকজনেরা। পরে ইউপি সদস্য ও তাঁর ভাই সম্রাটের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৭ জন আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে আমাদের জানালে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে ইউপি সদস্য ইমরান পলাতক রয়েছেন। 

এ বিষয়ে সদরের পঞ্চসার ইউপি সদস্য ইমরানের সঙ্গে যোগাযোগের জন্য তাঁর মুঠোফোনে একাধিক বার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত