Ajker Patrika

জবিতে অবন্তিকার গ্রাফিতি ঢেকে লাগানো হয় ফলক, ব্যবস্থা নিল প্রশাসন

জবি সংবাদদাতা 
জবিতে অবন্তিকার গ্রাফিতি ঢেকে লাগানো হয় ফলক, ব্যবস্থা নিল প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনে বিভিন্ন বিভাগের নাম সংবলিত ফলক লাগানো হয়। সেগুলো শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর লাগিয়ে দেয় শ্রমিকেরা। পরে সেটি জানানো হলে, দ্রুত সেগুলো সরিয়ে নিয়েছে প্রশাসন।

প্রশাসনের দাবি, এটি ভুলবশত হয়েছে। আজ রোববার এই ফলকগুলো সরানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা জানায়, গত ৭ জুন বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বিভাগ ও দপ্তরগুলোর নাম সংবলিত ফলক ফাইরুজ অবন্তিকার স্মৃতিতে তৈরি গ্রাফিতির ওপর লাগানো হয়। প্রকৌশলী দপ্তর থেকে কয়েকজন শ্রমিককে এ কাজের দায়িত্ব দেওয়া হলে তারা নিজেদের মতো সেখানে লাগিয়ে দেয়। পরে আজ কয়েকজন শিক্ষার্থী এ নামফলকটি সরিয়ে নেওয়ার জন্য রেজিস্ট্রার দপ্তরে জানায়। পরে রেজিস্ট্রার অফিস থেকে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে তা খুলে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, ‘কয়েকজন শ্রমিক না জেনে নামফলকটি গ্রাফিতির ওপর লাগিয়ে দেয়। আমরা রেজিস্ট্রার স্যারকে জানানোর সঙ্গে সঙ্গে তিনি লোক পাঠিয়ে তা সরিয়ে নেন এবং সংশ্লিষ্ট শ্রমিকদের শোকজ করেন।’

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নামফলকটি সেখানে লাগানো হয়েছে তা আমাদের অবগত করা হয়নি। আজ আমি সেটা খুলে আনার ব্যবস্থা করেছি। সুবিধাজনক জায়গায় পরবর্তীতে তা লাগানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত