প্রতিনিধি, গুলশান-বাড্ডা
রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা অংশের ভ্রমণ স্পটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আড্ডায় মেতে উঠেছিল শত শত মানুষ। ঠিক এমন সময়ে সাইরেন বাজিয়ে টহলে আসে বাড্ডা থানার টহল পুলিশ। পুলিশের এমন আগমনে আড্ডা মেতে ওঠাদের মধ্যে থেকে হঠাৎই একযোগে অনেকেই বলে উঠে 'পুলিশ আইয়ে দৌড় দে! '
আকস্মিক এমন সতর্কবার্তা ও পুলিশের সাইরেনের শব্দ শোনার মাত্র ১ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এমন চিত্র দেখা গেছে রাজধানীর হাতিরঝিলে।
ঘুরতে আসা একজন সুলাইমান। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সুলাইমান জানান, 'সপ্তাহ জুড়ে কাজ করতে করতে বোরিং হওয়ার হয় তিনি এখানে একটু রিলাক্স করতে এসেছেন। এখানে বসে কিছুক্ষণ রিফ্রেশমেন্ট করবে।'
সরকার কঠোর লকডাউনে বের হতে নিষেধাজ্ঞা দেওয়ার পরও শুধু রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে বের হওয়া কতটা জরুরি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সপ্তাহে ৬ দিন রাত-দিন কাজ করি। মাত্র একদিন ছুটি পাই। এই ছুটির দিনে বাসায় থাকলে বোরিং লাগে। তাই বোরিংনেস কাটানোর জন্য একটু এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। তারপরও কী আর করার! কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে যাব।'
হাতিরঝিলের বাসিন্দা নিলয় জানান, 'প্রতিদিন বিকেলবেলা একটু সময় পার করতে এখানে আসি। কিন্তু এত এত মানুষ এখানে এসে বসে থাকেন যার কারণে আমাদের ঝুঁকিতে পড়তে হয়।'
দেশে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। কিন্তু তারপরও মানুষের সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন নিলয়। বলেন, কারও মাঝে সংক্রমণের ভয় নেই। তাই সবাই একসঙ্গে জড়ো হয়ে আড্ডায় মেতে ওঠেন। এটা এখানকার নিত্যদিনের চিত্র বলেও দাবি করেন তিনি।
রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে বাড্ডা অংশের ভ্রমণ স্পটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আড্ডায় মেতে উঠেছিল শত শত মানুষ। ঠিক এমন সময়ে সাইরেন বাজিয়ে টহলে আসে বাড্ডা থানার টহল পুলিশ। পুলিশের এমন আগমনে আড্ডা মেতে ওঠাদের মধ্যে থেকে হঠাৎই একযোগে অনেকেই বলে উঠে 'পুলিশ আইয়ে দৌড় দে! '
আকস্মিক এমন সতর্কবার্তা ও পুলিশের সাইরেনের শব্দ শোনার মাত্র ১ মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায় পুরো এলাকা। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে এমন চিত্র দেখা গেছে রাজধানীর হাতিরঝিলে।
ঘুরতে আসা একজন সুলাইমান। তিনি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সুলাইমান জানান, 'সপ্তাহ জুড়ে কাজ করতে করতে বোরিং হওয়ার হয় তিনি এখানে একটু রিলাক্স করতে এসেছেন। এখানে বসে কিছুক্ষণ রিফ্রেশমেন্ট করবে।'
সরকার কঠোর লকডাউনে বের হতে নিষেধাজ্ঞা দেওয়ার পরও শুধু রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে বের হওয়া কতটা জরুরি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সপ্তাহে ৬ দিন রাত-দিন কাজ করি। মাত্র একদিন ছুটি পাই। এই ছুটির দিনে বাসায় থাকলে বোরিং লাগে। তাই বোরিংনেস কাটানোর জন্য একটু এখানে এসেছি। কিন্তু এখানে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। তারপরও কী আর করার! কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে যাব।'
হাতিরঝিলের বাসিন্দা নিলয় জানান, 'প্রতিদিন বিকেলবেলা একটু সময় পার করতে এখানে আসি। কিন্তু এত এত মানুষ এখানে এসে বসে থাকেন যার কারণে আমাদের ঝুঁকিতে পড়তে হয়।'
দেশে করোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহতার দিকে যাচ্ছে। কিন্তু তারপরও মানুষের সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন নিলয়। বলেন, কারও মাঝে সংক্রমণের ভয় নেই। তাই সবাই একসঙ্গে জড়ো হয়ে আড্ডায় মেতে ওঠেন। এটা এখানকার নিত্যদিনের চিত্র বলেও দাবি করেন তিনি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
১ ঘণ্টা আগে