Ajker Patrika

ধামরাইয়ে ২টি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে ২টি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ইট পুড়িয়ে বাজারজাত করার অভিযোগে দুই ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

আজ সোমবার উপজেলার ধামরাই ইউনিয়নের ডেমরান এলাকার ‘মোল্লা ব্রিকস’ এবং ‘ভাই ভাই ব্রিকস’ এ এই অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। 

ইশতিয়াক আহমেদ বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ ভাটাগুলো বন্ধের নির্দেশনা রয়েছে। তারা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এই এলাকার মোল্লা ব্রিকস ও ভাই ভাই ব্রিকসকে দুই লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটা দুটিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধামরাই থানার পুলিশ সদস্য ও ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত