Ajker Patrika

লক্ষ্মীপুরে গৃহবধূকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা 

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে গৃহবধূকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা 

লক্ষ্মীপুরে ভবানীগঞ্জে নুর নাহার বেগম নামে এক গৃহবধূকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন সজিব হোসেন (২৩) ও রুবেল হোসেন (২১)। নিহত গৃহবধূ ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বালুরটেক এলাকার পান ব্যবসায়ী উলফত মিয়ার স্ত্রী। 

এর আগে গত বুধবার সন্ধ্যায় নিখোঁজ হন ওই গৃহবধূ। পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে তার মরদেহ চর মনসারের একটি খেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। রাতে নিহতের বোন বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত গৃহবধূ নুর নাহার বেগমের কাছ থেকে আসামি সজিব হোসেন ১৫ হাজার টাকা ধার নেন। ওই টাকা প্রতি সপ্তাহ ৩০০ টাকা হারে ৪২ কিস্তিতে পরিশোধ করা হবে। কিন্তু টাকা চাইতে গেলে সজিব হোসেন ও তার বন্ধু রুবেল মিলে টাকার দেওয়ার আশ্বাস দিয়ে তাকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নেয়। পরে তারা দুজনে চর মনসারের একটি ফসলি খেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। একপর্যায়ে নিহত গৃহবধূর নাকের ফুল, মোবাইল ফোন ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত