Ajker Patrika

ডেমরায় গুদামে আগুনের সূত্রপাত ট্রান্সমিটার থেকে: ফায়ার সার্ভিস

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১: ৫৪
ডেমরায় গুদামে আগুনের সূত্রপাত ট্রান্সমিটার থেকে: ফায়ার সার্ভিস

রাজধানীর ডেমরার ভাঙাপ্রেস এলাকায় ক্রীড়া সামগ্রীর গুদামে লাগা আগুনের সূত্রপাত হয়েছিল ট্রান্সমিটার থেকে। ভবনটির পাশে একটি ট্রান্সমিটার বিস্ফোরিত হয়ে দোতলায় লাগা আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এমনটাই ধারণা করছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লে. কর্নেল মো. রেজাউল করিম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ভবনটি এমনভাবে পুড়ে গেছে যে, আমরা তা ঝুঁকিপূর্ণ ঘোষণা করছি। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো অনুমান করা যাচ্ছে না।’ 

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, ক্রীড়াসামগ্রীর গুদাম হিসেবে ব্যবহার করায় সেখানে কোনো মানুষ থাকত না। তাই আগুনে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘রাতে গোডাউন বন্ধ থাকায় এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।’ 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গুদামে আগুনের সূত্রপাত হয়। রাতভর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু একদিকে আগুন নেভান তো অন্যদিকে আবারও দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই সঙ্গে কিছুক্ষণ পর পর জানালার কাচ বিস্ফোরিত হয়। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নৌবাহিনী। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল জানিয়েছিল, ডেমরার ভাঙা প্রেস এলাকায় চারতলা ভবনটির তৃতীয় তলায় কাপড়ের গুদামে আগুন লাগে। অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়েছে। রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পাওয়ার পর পৌনে ১২টার দিকে প্রথম ইউনিট পৌঁছায়। ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার শুরুর দিকে, চতুর্থতলাকে কাপড়ের গুদাম বলা হলেও পরে ব্যবসায়ীরা জানান, সেটি আমদানি করা ক্রীড়াসামগ্রীর গুদাম। এরই মধ্যে আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত