নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। আজ শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবুল বাশারের জানাজা নামাজ পড়ান সেগুনবাগিচা মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন। এর আগে বিকেল ৫টা ৮ মিনিটে তাঁর মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হয়।
জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আবুল বাশার নুরু ছিলেন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন সাংবাদিক ছিলেন। তাঁর জন্য দোয়া করি আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘নুরু একজন অজাতশত্রু সাংবাদিক ছিলেন। তিনি খুব সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে দুদিন আগেও আলাপ হয়েছে। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পরিবারের পক্ষ থেকে আবুল বাশারের মেয়ের জামাতা শিবলী সাদিক বলেন, ‘আমার শ্বশুর আজ দুপুরে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। তাঁকে আপনারা সবাই ভালো করে চেনেন, জানেন। চলার পথে অনেক কথা-কাটাকাটি হতে পারে। তাঁর কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তাঁকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, যেন তাঁকে জান্নাত নসিব করেন।’
জানাজায় উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী, আবুল বাশার নুরুর ভাই হেমায়েত ও তাঁর সহকর্মীরা।
জানাজা শেষে ৫টা ৪০ মিনিটে আবুল বাশার নুরুর মরদেহ তাঁর ফরিদপুরের নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিকেরা। আজ শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবুল বাশারের জানাজা নামাজ পড়ান সেগুনবাগিচা মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেন। এর আগে বিকেল ৫টা ৮ মিনিটে তাঁর মরদেহ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হয়।
জানাজার আগে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আবুল বাশার নুরু ছিলেন নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের একজন সাংবাদিক ছিলেন। তাঁর জন্য দোয়া করি আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘নুরু একজন অজাতশত্রু সাংবাদিক ছিলেন। তিনি খুব সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর সঙ্গে দুদিন আগেও আলাপ হয়েছে। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হয়েছে। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পরিবারের পক্ষ থেকে আবুল বাশারের মেয়ের জামাতা শিবলী সাদিক বলেন, ‘আমার শ্বশুর আজ দুপুরে আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। তাঁকে আপনারা সবাই ভালো করে চেনেন, জানেন। চলার পথে অনেক কথা-কাটাকাটি হতে পারে। তাঁর কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তাঁকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, যেন তাঁকে জান্নাত নসিব করেন।’
জানাজায় উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী, আবুল বাশার নুরুর ভাই হেমায়েত ও তাঁর সহকর্মীরা।
জানাজা শেষে ৫টা ৪০ মিনিটে আবুল বাশার নুরুর মরদেহ তাঁর ফরিদপুরের নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
১ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৬ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৯ মিনিট আগে