ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ। আগামী ৯ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে স্মরণসভাটি অনুষ্ঠিত হবে।
আজ সোমবার বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৭ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক জরুরি অ্যাকাডেমিক কমিটির সভায় অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় স্যারের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত শিক্ষকেরা শিক্ষাবিদ হিসেবে ড. আরেফিন সিদ্দিক স্যারের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এই উপলক্ষে বৃহৎ পরিসরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বর্তমান ও প্রাক্তন; সব শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে একটি স্মরণসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
প্রয়াত এই শিক্ষকের স্মৃতি তর্পণের এই আয়োজনটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দ্রুত সম্পন্ন করতে আগ্রহী হলেও ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ায় তা করতে পারেনি। বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে না থাকায় এবং সার্বিক দিক বিবেচনা করে ৯ এপ্রিল এই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ। আগামী ৯ এপ্রিল (বুধবার) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে স্মরণসভাটি অনুষ্ঠিত হবে।
আজ সোমবার বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৭ মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক জরুরি অ্যাকাডেমিক কমিটির সভায় অধ্যাপক আরেফিন সিদ্দিকের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় স্যারের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত শিক্ষকেরা শিক্ষাবিদ হিসেবে ড. আরেফিন সিদ্দিক স্যারের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এই উপলক্ষে বৃহৎ পরিসরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বর্তমান ও প্রাক্তন; সব শিক্ষার্থী, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে একটি স্মরণসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
প্রয়াত এই শিক্ষকের স্মৃতি তর্পণের এই আয়োজনটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দ্রুত সম্পন্ন করতে আগ্রহী হলেও ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ায় তা করতে পারেনি। বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে না থাকায় এবং সার্বিক দিক বিবেচনা করে ৯ এপ্রিল এই আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৩ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩১ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৬ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪০ মিনিট আগে