Ajker Patrika

নিউমার্কেটে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৫: ২২
নিউমার্কেটে নকশাবহির্ভূত দোকান উচ্ছেদ করল ডিএসসিসি

রাজধানীর নিউমার্কেটে অভিযান চালিয়ে নকশাবহির্ভূত ৩২টি দোকান উচ্ছেদ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার। 

জানা গেছে, নিউমার্কেটের (উত্তর) ডি ব্লকের ভেতরে হাঁটার রাস্তা, করিডর এবং খালি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডি ব্লক দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান ও সাধারণ সম্পাদক আবু নাসের উপস্থিত ছিলেন। 

অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে নকশাবহির্ভূত এই দোকানগুলো মার্কেটে আগত ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য অস্বস্তির কারণ হয়ে পড়েছিল। এ ছাড়া আলো-বাতাস, ভেন্টিলেশনের ব্যবস্থাও এসব অবৈধ দোকানের কারণে বাধাগ্রস্ত হচ্ছিল। এ জন্য আমরা এগুলো উচ্ছেদ করেছি।’ 

অবৈধ দখলদারদের কোনো প্রকার জরিমানা করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু আমরা দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছি, তাই আলাদা করে আর জরিমানা করা হয়নি।’ 

দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুল্লাহ পাঠান বলেন, ‘আমাদের মার্কেটে অবৈধভাবে একটা চক্র এ দোকানগুলো বসিয়ে চাঁদাবাজি করে যাচ্ছিল। এখন এগুলো উচ্ছেদ হওয়ায় আমরা ব্যবসায়ীরা খুশি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত