ঢামেক প্রতিবেদক
রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে মারা যাওয়া দুই কিশোরের পরিচয় শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্বজনেরা মরদেহ দুটি শনাক্ত করেন। তারা দুজন বন্ধু ছিল।
নিহত দুই কিশোরের মধ্যে রিয়াদের (১৬) বাড়ি চাঁদপুর সদর উপজেলার হামান কুদ্দি গ্রামে। রিয়াদের বাবা বিল্লাল কাজী দুবাইপ্রবাসী।
অপরজন তোফাজ্জলের (১৭) বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামে। তার বাবার নাম রেনু মিয়া।
হাসপাতালে মৃত তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামে। বর্তমানে মানিকদি বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তাঁর বাবা মানিকদি বাজারে কাঁচামালের ব্যবসা করেন। তোফাজ্জল ইসিবি চত্বরে ইএলএফ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি তার বাবার দোকানে বসত।
নাঈম আরও বলেন, ‘তোফাজ্জলের বন্ধু রিয়াদের বাড়ি চাঁদপুর জেলায়। গত বৃহস্পতিবার আমাদের ঢাকার বাসায় বেড়াতে আসে রিয়াদ। মোবাইলে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে রিয়াদের সঙ্গে তোফাজ্জলের পরিচয় ও বন্ধুত্ব হয়। সেই খাতিরে ঢাকার বাসায় বেড়াতে আসে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রিয়াদকে নিয়ে ঢাকার রাস্তায় বেড়াতে বের হয়েছিল তোফাজ্জল। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিল তোফাজ্জল। পরে জানতে পারি, কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়ে। এতে রিয়াদ ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। আজ ভোরে ঢাকা মেডিকেল এসে তোফাজ্জলের মরদেহ শনাক্ত করি।’
এদিকে রিয়াদের মামাতো ভাই মো. রাসেল বলেন, রিয়াদের বাবা বিল্লাল কাজী দুবাইপ্রবাসী। রিয়াদ এলাকার একটি মাদ্রাসায় হাফেজি পড়াশোনা করত। গত বৃহস্পতিবার ঢাকায় তার বন্ধুর বাসায় বেড়াতে আসে।
মো. রাসেল বলেন, ‘আজ সকালে জানতে পারি, সে দুর্ঘটনায় মারা গেছে। পরে ঢাকা মেডিকেলে এসে রিয়াদের মরদেহ শনাক্ত করি।’
গতকাল রাত পৌনে ১০টার দিকে মিরপুর ১২ কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। আজ ভোরে ও সকালে মরদেহ দুটি শনাক্ত করেন স্বজনেরা। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গতকাল রাতে কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ফ্লাইওভারে পড়ে মারা যায় ও আরোহী নিচে পড়ে মারা যায়।
রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে মারা যাওয়া দুই কিশোরের পরিচয় শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্বজনেরা মরদেহ দুটি শনাক্ত করেন। তারা দুজন বন্ধু ছিল।
নিহত দুই কিশোরের মধ্যে রিয়াদের (১৬) বাড়ি চাঁদপুর সদর উপজেলার হামান কুদ্দি গ্রামে। রিয়াদের বাবা বিল্লাল কাজী দুবাইপ্রবাসী।
অপরজন তোফাজ্জলের (১৭) বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামে। তার বাবার নাম রেনু মিয়া।
হাসপাতালে মৃত তোফাজ্জলের বড় ভাই মো. নাঈম বলেন, তাঁদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মাওরা গ্রামে। বর্তমানে মানিকদি বাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। তাঁর বাবা মানিকদি বাজারে কাঁচামালের ব্যবসা করেন। তোফাজ্জল ইসিবি চত্বরে ইএলএফ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি তার বাবার দোকানে বসত।
নাঈম আরও বলেন, ‘তোফাজ্জলের বন্ধু রিয়াদের বাড়ি চাঁদপুর জেলায়। গত বৃহস্পতিবার আমাদের ঢাকার বাসায় বেড়াতে আসে রিয়াদ। মোবাইলে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে রিয়াদের সঙ্গে তোফাজ্জলের পরিচয় ও বন্ধুত্ব হয়। সেই খাতিরে ঢাকার বাসায় বেড়াতে আসে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রিয়াদকে নিয়ে ঢাকার রাস্তায় বেড়াতে বের হয়েছিল তোফাজ্জল। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিল তোফাজ্জল। পরে জানতে পারি, কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় পড়ে। এতে রিয়াদ ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। আজ ভোরে ঢাকা মেডিকেল এসে তোফাজ্জলের মরদেহ শনাক্ত করি।’
এদিকে রিয়াদের মামাতো ভাই মো. রাসেল বলেন, রিয়াদের বাবা বিল্লাল কাজী দুবাইপ্রবাসী। রিয়াদ এলাকার একটি মাদ্রাসায় হাফেজি পড়াশোনা করত। গত বৃহস্পতিবার ঢাকায় তার বন্ধুর বাসায় বেড়াতে আসে।
মো. রাসেল বলেন, ‘আজ সকালে জানতে পারি, সে দুর্ঘটনায় মারা গেছে। পরে ঢাকা মেডিকেলে এসে রিয়াদের মরদেহ শনাক্ত করি।’
গতকাল রাত পৌনে ১০টার দিকে মিরপুর ১২ কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। আজ ভোরে ও সকালে মরদেহ দুটি শনাক্ত করেন স্বজনেরা। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গতকাল রাতে কালশী নতুন রাস্তা ফ্লাইওভারে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ফ্লাইওভারে পড়ে মারা যায় ও আরোহী নিচে পড়ে মারা যায়।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
২ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে