Ajker Patrika

পোস্তগোলায় কাভার্ড ভ্যানের চাপায় যুবকের মৃত্যু 

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১১: ৩০
পোস্তগোলায় কাভার্ড ভ্যানের চাপায় যুবকের মৃত্যু 

রাজধানীর পোস্তগোলায় ব্রিজের ঢালে কাভার্ড ভ্যানেরচাপায় মোটরসাইকেল আরোহী সালাম সিদ্দিক ফরহাদ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর বন্ধু শাওলিন (২৬)।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে ফরহাদকে মৃত ঘোষণা করেন।

ফরহাদের বন্ধু তানভির মৃধা জানান, শনিবার ইফতারের পর তাঁরা ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে মাওয়া ঘাটে যান। সেখান থেকে বাসায় ফিরছিলেন তাঁরা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ফরহাদ। আর তাঁর পেছনে বসা ছিলেন শাওলিন। পথে পোস্তগোলা ব্রিজের ইকুরিয়া ঢালে একটি কাভার্ড ভ্যানের পাশ কাটিয়ে যাওয়ার সময় রেলিংয়ের সঙ্গে বাড়ি খেয়ে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন ওই কাভার্ড ভ্যানের নিচেই পিষ্ট হন ফরহাদ। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে ফরহাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে শাওলিনের আঘাত গুরুতর নয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃতের বড় ভাই এইচ এম সিদ্দিক জানান, তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন। বর্তমানে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় থাকতেন। তিন ভাই এক বোনের মধ্যে ফরহাদ ছিলেন তৃতীয়। পেশায় কিছুই করতেন না ফরহাদ।

 ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পোস্তগোলা ব্রিজের ইকুরিয়ার ঢালে দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে এলে ফরহাদ নামের এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত