নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন হারবাল ওষুধ বিক্রির অভিযোগে এক ভিয়েতনামের নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার দুজন হলেন ভিয়েতনামের নাগরিক ট্রান আনহা থো ওরফে মি. টনি এবং বাংলাদেশি নাগরিক নুরুল আমিন ওরফে ইয়ামিন। তাঁদের কাছ থেকে চারটি ল্যাপটপ, তিনটি মোবাইল এবং ভিয়েতনাম ও চায়নার তৈরি বিভিন্ন হারবাল ওষুধ জব্দ করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবারের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুর রহমান আজাদ আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া আইডি খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন দেশের হারবাল ওষুধ বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় গতকাল ২৪ মে শাহবাগ থানায় একটি মামলা করেন স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হারুন অর রশীদ। ওই মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের গতকাল গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, মামলা তদন্ত করতে গিয়ে তারা গুলশানের ইউনিক শিপিং এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পায়। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যমন্ত্রী, সেলিব্রেটিসহ বিভিন্ন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে নিম্নমানের প্রসাধনী ও হারবাল পণ্য বিক্রি করত।
ডিবি সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হতো। ফেসবুকের এসব পেজ ও গ্রুপ ভিয়েতনাম থেকে পরিচালনা করা হতো। ভিয়েতনামে মার্কেটিং টিমও রয়েছে। খ্যাতিমান মানুষের বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ এসব পণ্য অর্ডার করত। সব অর্ডার ভিয়েতনামে চলে যায় এবং এক্সেল সিটের মাধ্যমে সেগুলো ফের গুলশানের অফিসে পাঠানো হতো। এরপর গুলশানের অফিস থেকে এসব নিম্নমানের হারবাল ওষুধ সরবরাহ করা হয়। এটি একটি আন্তদেশীয় প্রতারক চক্র।
তারা মূলত টাক মাথায় চুল গজানো, মুখের রং ফরসাকারী এবং মুখের মেছতা ও কালো দাগের চিকিৎসার কথা বলে এসব হারবাল বিক্রি করত।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন হারবাল ওষুধ বিক্রির অভিযোগে এক ভিয়েতনামের নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার দুজন হলেন ভিয়েতনামের নাগরিক ট্রান আনহা থো ওরফে মি. টনি এবং বাংলাদেশি নাগরিক নুরুল আমিন ওরফে ইয়ামিন। তাঁদের কাছ থেকে চারটি ল্যাপটপ, তিনটি মোবাইল এবং ভিয়েতনাম ও চায়নার তৈরি বিভিন্ন হারবাল ওষুধ জব্দ করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবারের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুর রহমান আজাদ আজকের পত্রিকাকে বলেন, ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীর নামে ভুয়া আইডি খুলে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন দেশের হারবাল ওষুধ বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় গতকাল ২৪ মে শাহবাগ থানায় একটি মামলা করেন স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হারুন অর রশীদ। ওই মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের গতকাল গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, মামলা তদন্ত করতে গিয়ে তারা গুলশানের ইউনিক শিপিং এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের সন্ধান পায়। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যমন্ত্রী, সেলিব্রেটিসহ বিভিন্ন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে নিম্নমানের প্রসাধনী ও হারবাল পণ্য বিক্রি করত।
ডিবি সূত্র জানায়, স্বাস্থ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হতো। ফেসবুকের এসব পেজ ও গ্রুপ ভিয়েতনাম থেকে পরিচালনা করা হতো। ভিয়েতনামে মার্কেটিং টিমও রয়েছে। খ্যাতিমান মানুষের বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ এসব পণ্য অর্ডার করত। সব অর্ডার ভিয়েতনামে চলে যায় এবং এক্সেল সিটের মাধ্যমে সেগুলো ফের গুলশানের অফিসে পাঠানো হতো। এরপর গুলশানের অফিস থেকে এসব নিম্নমানের হারবাল ওষুধ সরবরাহ করা হয়। এটি একটি আন্তদেশীয় প্রতারক চক্র।
তারা মূলত টাক মাথায় চুল গজানো, মুখের রং ফরসাকারী এবং মুখের মেছতা ও কালো দাগের চিকিৎসার কথা বলে এসব হারবাল বিক্রি করত।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৬ মিনিট আগে