ফারুক ছিদ্দিক, ঢাবি
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন এলাকায় পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২ জনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নব খাতুন। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে।
আজ শনিবার সকাল ৮টার দিকে জেলা সদরে ফেরার পথে বগা লেক-কেওক্রাডং সড়কের দার্জিলিংপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহিরা আফরিন আজকের পত্রিকাকে বলেন, ‘একটা ট্রাভেল গ্রুপের সঙ্গে কাজ করত জয়নব। সেখান থেকে বান্দরবান গিয়েছিল। সে যথেষ্ট ভদ্র, তীক্ষ্ণ মেধাবী এবং অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। বেঁচে থাকলে সে অনেক ভালো কিছু করত জয়নব, এ বিশ্বাস আমার। সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক।’
জয়নব খাতুনের মৃত্যুতে শোক ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জয়নবের সঙ্গে সবসময় সঙ্গ দিতেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাহনুমা তাবাসসুম রাফি। রাফির সঙ্গে যোগাযোগ করলে তিনি (রাফি) কথা বলতে পারেননি আজকের পত্রিকার এ প্রতিবেদকের সঙ্গে। ‘আমার সবকিছু হারিয়ে গেল’—বলে কান্নায় ভেঙে পড়েন জয়নবের কাছের বন্ধু রাফি।
জয়নবের সঙ্গে বন্ধুত্ব ছিল প্রথম বর্ষের একই হলের তানিয়া আক্তার তাপসীর সঙ্গে। তাপসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কথা বলার অবস্থায় নেই বলে জানান। পরে মেসেজ দিয়ে তাপসী লিখেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম দিন থেকে আমরা একসঙ্গে। প্রোগ্রাম কিংবা যেকোনো উৎসবে একসঙ্গে চলছি। ওর মতো দায়িত্বশীল মানুষ খুব ছিল। বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করত। সংগঠন করতে গিয়েই ওর সম্ভাবনাময় প্রাণ ঝরে গেলো। আফসোস ছাড়া কিছু বলার শক্তি পাচ্ছি না। আল্লাহ জয়নব কে ভালো রাখুক এটাই দোয়া করি।’
জয়নবের অপর এক বন্ধু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘বঙ্গমাতা হলের দিকে গিয়ে জয়নবকে নক করলে আর সে হলে থাকলে কখনোই চা না খেয়ে ফিরতে পারিনি। এখন হাজার নক করলেও একসাথে চা খাওয়া হবে না। দ্বিতীয় বর্ষের শুরুর দিকে জয়নবের সঙ্গে আমার পরিচয়। এরপর যেখানেই দেখা হয়েছে সেখানেই হাসিমুখে কথা বলেছে।
গত বছর বইমেলাতে সে যেই প্যাভিলিয়নে ছিল সেখানে গিয়ে দীর্ঘক্ষণ আড্ডা দিয়েছি। সব সময় হাসিখুশি ও প্রাণচাঞ্চল্যে থাকা সেই জয়নব আর আমাদের মাঝে নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তা’আলা যেন জয়নবকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। (আমিন)’
পড়ালেখার পাশাপাশি জয়নব ছিলেন সহশিক্ষা কার্যক্রমে সরব। ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সদস্য, হিমু পরিবহনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভ্রমণ কন্যার সদস্য ছিলেন। এ ছাড়াও ভ্রমণ কন্যা-ট্রাভেলস অব বাংলাদেশ—এর সেরা ভলানটিয়ার এবং মুভার’স একটি সচেতনতামূলক সংগঠন যার শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন এলাকায় পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২ জনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নব খাতুন। তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে।
আজ শনিবার সকাল ৮টার দিকে জেলা সদরে ফেরার পথে বগা লেক-কেওক্রাডং সড়কের দার্জিলিংপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শাহিরা আফরিন আজকের পত্রিকাকে বলেন, ‘একটা ট্রাভেল গ্রুপের সঙ্গে কাজ করত জয়নব। সেখান থেকে বান্দরবান গিয়েছিল। সে যথেষ্ট ভদ্র, তীক্ষ্ণ মেধাবী এবং অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। বেঁচে থাকলে সে অনেক ভালো কিছু করত জয়নব, এ বিশ্বাস আমার। সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুক।’
জয়নব খাতুনের মৃত্যুতে শোক ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জয়নবের সঙ্গে সবসময় সঙ্গ দিতেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাহনুমা তাবাসসুম রাফি। রাফির সঙ্গে যোগাযোগ করলে তিনি (রাফি) কথা বলতে পারেননি আজকের পত্রিকার এ প্রতিবেদকের সঙ্গে। ‘আমার সবকিছু হারিয়ে গেল’—বলে কান্নায় ভেঙে পড়েন জয়নবের কাছের বন্ধু রাফি।
জয়নবের সঙ্গে বন্ধুত্ব ছিল প্রথম বর্ষের একই হলের তানিয়া আক্তার তাপসীর সঙ্গে। তাপসীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও কথা বলার অবস্থায় নেই বলে জানান। পরে মেসেজ দিয়ে তাপসী লিখেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম দিন থেকে আমরা একসঙ্গে। প্রোগ্রাম কিংবা যেকোনো উৎসবে একসঙ্গে চলছি। ওর মতো দায়িত্বশীল মানুষ খুব ছিল। বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করত। সংগঠন করতে গিয়েই ওর সম্ভাবনাময় প্রাণ ঝরে গেলো। আফসোস ছাড়া কিছু বলার শক্তি পাচ্ছি না। আল্লাহ জয়নব কে ভালো রাখুক এটাই দোয়া করি।’
জয়নবের অপর এক বন্ধু গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘বঙ্গমাতা হলের দিকে গিয়ে জয়নবকে নক করলে আর সে হলে থাকলে কখনোই চা না খেয়ে ফিরতে পারিনি। এখন হাজার নক করলেও একসাথে চা খাওয়া হবে না। দ্বিতীয় বর্ষের শুরুর দিকে জয়নবের সঙ্গে আমার পরিচয়। এরপর যেখানেই দেখা হয়েছে সেখানেই হাসিমুখে কথা বলেছে।
গত বছর বইমেলাতে সে যেই প্যাভিলিয়নে ছিল সেখানে গিয়ে দীর্ঘক্ষণ আড্ডা দিয়েছি। সব সময় হাসিখুশি ও প্রাণচাঞ্চল্যে থাকা সেই জয়নব আর আমাদের মাঝে নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তা’আলা যেন জয়নবকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। (আমিন)’
পড়ালেখার পাশাপাশি জয়নব ছিলেন সহশিক্ষা কার্যক্রমে সরব। ঢাকা বিশ্ববিদ্যালয় রেঞ্জার ইউনিটের সদস্য, হিমু পরিবহনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ভ্রমণ কন্যার সদস্য ছিলেন। এ ছাড়াও ভ্রমণ কন্যা-ট্রাভেলস অব বাংলাদেশ—এর সেরা ভলানটিয়ার এবং মুভার’স একটি সচেতনতামূলক সংগঠন যার শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে