Ajker Patrika

সাংবাদিক গ্রেপ্তার নিয়ে ঢাবি শিক্ষক সমিতির বিবৃতির নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৪: ৩৭
সাংবাদিক গ্রেপ্তার নিয়ে ঢাবি শিক্ষক সমিতির বিবৃতির নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন 

সাংবাদিক শামসুজ্জামান শামসের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতির নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার একাংশ। তারা বলছে, শিক্ষক সমিতি যে বিবৃতি দিয়েছে, তাতে তারা মেরুদণ্ডহীনতার পরিচয় দিয়েছে।

আজ শনিবার দুপুরে ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজীজ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিবৃতির নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সাংবাদিক শামসুজ্জামান শামসের ‘আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের ঘটনায় ঢাবি শিক্ষক সমিতি গতকাল (শুক্রবার) প্রেসরিলিজ দেয়। সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ড. জিনাত হুদার স্বাক্ষরকৃত এই প্রেস রিলিজে উক্ত প্রতিবেদনকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হয়। সাংবাদিক গ্রেপ্তারকে সমর্থন করার মাধ্যমে শিক্ষক সমিতি মেরুদণ্ডহীনতার পরিচয় দিচ্ছে বলে মনে করে ছাত্র ইউনিয়ন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রথম আলোর সংবাদকে ‘রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টা’ আখ্যা দেওয়ায় শিক্ষক সমিতির সরকারের প্রতি নগ্ন চাটুকারিতার প্রকাশ পাচ্ছে। একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এরূপ সরকারের প্রতি চাটুকারসুলভ আচরণ শুধু নিন্দাজনকই নয়, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত চরিত্রের পরিপন্থিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত