ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে অনুষ্ঠিত ভোটে এই তিন উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঘিওর উপজেলা
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহাবুবুর রহমান জনি। তাঁর নির্বাচনী প্রতীক ছিল শালিক পাখি।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ ফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৭১৪ জন এবং নারী ভোটার ৬৯ হাজার ৬৯ জন।
ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েন ৯ প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে লড়েন সাতজন। নারী ভাইস চেয়ারম্যান পদে লড়েন চারজন। নির্বাচনে ৪৭ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়ে।
চেয়ারম্যান পদে নির্বাচিত মাহাবুবুর রহমান জনি বেসরকারি ফল অনুযায়ী ১২ হাজার ৯১০ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হামিদুর রহমান পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ৮৯৬ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হাঁস প্রতীকের প্রার্থী তানজিনা খন্দকার।
দৌলতপুর উপজেলা
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন এস এম শফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ২৩ হাজার ২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম রাজা পেয়েছেন ১৪ হাজার ৩৬৫ ভোট। এ ছাড়া কামরুজ্জামান নাঈম পেয়েছেন ১৩ হাজার ৪২৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন কাজী ফরিদা ইয়াসমীন ও পুরুষ ভাইস চেয়ারম্যান হয়েছেন মুহাম্মদ শামছুর রহমান শাহীন।
শিবালয় উপজেলা
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রহিম খান (দোয়াত-কলম) ৩২ হাজার ৫৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক হোসেন খান পান্নু (মোটরসাইকেল) পেয়েছেন ২১ হাজার ৪৬৬ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) আলী আহসান মিঠু উড়োজাহাজ প্রতীকে ৩৫ হাজার ৯৭৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল প্রতীকে রুনা আক্তার ২১ হাজার ৮১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে অনুষ্ঠিত ভোটে এই তিন উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঘিওর উপজেলা
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাহাবুবুর রহমান জনি। তাঁর নির্বাচনী প্রতীক ছিল শালিক পাখি।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এ ফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘিওর উপজেলার সাতটি ইউনিয়নের ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৭১৪ জন এবং নারী ভোটার ৬৯ হাজার ৬৯ জন।
ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়েন ৯ প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে লড়েন সাতজন। নারী ভাইস চেয়ারম্যান পদে লড়েন চারজন। নির্বাচনে ৪৭ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়ে।
চেয়ারম্যান পদে নির্বাচিত মাহাবুবুর রহমান জনি বেসরকারি ফল অনুযায়ী ১২ হাজার ৯১০ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হামিদুর রহমান পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে ৮ হাজার ৮৯৬ ভোট।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীকের প্রার্থী আব্দুল আলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হাঁস প্রতীকের প্রার্থী তানজিনা খন্দকার।
দৌলতপুর উপজেলা
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন এস এম শফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ২৩ হাজার ২৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম রাজা পেয়েছেন ১৪ হাজার ৩৬৫ ভোট। এ ছাড়া কামরুজ্জামান নাঈম পেয়েছেন ১৩ হাজার ৪২৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন কাজী ফরিদা ইয়াসমীন ও পুরুষ ভাইস চেয়ারম্যান হয়েছেন মুহাম্মদ শামছুর রহমান শাহীন।
শিবালয় উপজেলা
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রহিম খান (দোয়াত-কলম) ৩২ হাজার ৫৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক হোসেন খান পান্নু (মোটরসাইকেল) পেয়েছেন ২১ হাজার ৪৬৬ ভোট।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) আলী আহসান মিঠু উড়োজাহাজ প্রতীকে ৩৫ হাজার ৯৭৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফুটবল প্রতীকে রুনা আক্তার ২১ হাজার ৮১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে