Ajker Patrika

বগুড়ায় পুলিশকে ফাঁকি দিয়ে জামায়াতের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৩: ০৮
বগুড়ায় পুলিশকে ফাঁকি দিয়ে জামায়াতের বিক্ষোভ

বগুড়ায় পুলিশকে ফাঁকি দিয়ে মিছিল-সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। আজ রোববার সকালে শহরের বড়গোলা এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সব নেতা-কর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরে দলটি বিক্ষোভ মিছিল করে।

এর আগে গতকাল শনিবার জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল পুলিশ সুপারের কাছে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে। আবেদনে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ২টায় বগুড়ার বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সংগঠনের একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। কিন্তু পুলিশ বিক্ষোভ মিছিলের অনুমতি দেয়নি।

বগুড়া শহর জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার সকাল ৯টায় শহরের বড়গোলা মোড় থেকে শুরু হয়ে মিছিলটি দত্তবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শরাফত ইসলাম বলেন, ‘শুনেছি, জামায়াতের নেতা-কর্মীরা শহরের বড়গোলা এলাকায় ঝটিকা মিছিল করে চলে গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত