Ajker Patrika

লকডাউনের পঞ্চম দিনে সড়কে বেড়েছে যানবাহন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৩: ২৪
লকডাউনের পঞ্চম দিনে সড়কে বেড়েছে যানবাহন

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। লকডাউনের মধ্যেও প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গতকাল সোমবার (২৬ জুলাই) করোনায় সর্বোচ্চ ২৪৭ জন মৃত্যুর সংবাদ জানায় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তেও ছিল রেকর্ড। তবে এত ভয়াবহ অবস্থার পরও মানুষের মাঝে তেমন সচেতনতা নেই বললেই চলে।

লকডাউনের পঞ্চম দিন আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চলাচল দুটোই আগের তুলনায় বেড়েছে। রাজধানীর বেশ কিছু সড়কে যানবাহনের চাপে যানজটও লক্ষ করা গেছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে। বেশির ভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি।

বেসরকারি ব্যাংকে চাকরি করা রিয়াজুল হক নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, 'আমি তো ব্যাংকে চাকরি করি। তাই প্রতিদিনই বাইরে বের হচ্ছি। লকডাউন দিয়েও মানুষের চলাচল থামেনি। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিকশায় চড়ে ঠিকই মানুষ চলাচল করছে। এতে সংক্রমণ কমবে না। লকডাউন কার্যকর করতে হলে সব প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। তাহলে মানুষের চলাচল বন্ধ হবে।’

লকডাউনের পঞ্চম দিনে সড়কে মানুষের চলাচল বেড়েছেজরুরি প্রয়োজন ছাড়া অনেককেই রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ইসমাইল আলী নামের এক ব্যক্তি বলেন, ‘সিগারেট কিনতে এবং মোবাইলে রিচার্জ করার জন্য বাইরে বের হয়েছি।’ 

রামপুরা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তা মো. আরিফ বলেন, 'সকালের দিকে ব্যাংকে যাওয়া মানুষের সংখ্যাই বেশি থাকে। বেশির ভাগ গাড়িতে জরুরি সেবার সঙ্গে জড়িত নানা ধরনের স্টিকার লাগানো থাকে। যাঁদের সন্দেহ হচ্ছে তাঁদের জিজ্ঞাসাবাদ করছি। যথাযথ কারণ বলতে পারলে তাঁদের আমরা যেতে দিচ্ছি। অন্যথায় মামলা দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত