হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীতে জালে ধরা পড়েছে তিনটি পাঙাশ। ২৪ কেজির তিনটি পাঙাশ গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরে জালে ধরা পড়ে। পরে দুজন মাছ ব্যবসায়ী মাছগুলো হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট আড়তে নিয়ে যান।
ঘাটের আড়তদার ও জেলেরা জানান, পদ্মায় তিনটি পাঙাশ মাছ ধরা পড়ে। এগুলোর ওজন ৯, সোয়া ৯ ও ৬ কেজি। উপজেলার পাটুরিয়াসংলগ্ন মাঝ পদ্মা থেকে রশিদ নামের এক জেলে দুটি এবং অন্য আরেক জেলে একটি পাঙাশ মাছ আন্ধারমানিক আড়তে আনেন।
আন্ধারমানিক ঘাট আড়তদার সুমন রাজবংশী রাধু জানান, উপজেলার পাটুরিয়া থেকে রশিদ দুটি এবং আরেকজন জেলে একটি পাঙাশ মাছ আড়তে নিয়ে আসেন। ৯ কেজি ওজনের পাঙাশটি যাত্রাপুর গ্রামের প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসায়ী আব্দুল আলিম মিয়া কিনে নেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী রশিদ বলেন, ‘উপজেলার পদ্মা নদী থেকে জেলেরা দুটি পাঙাশ মাছ ধরে নিয়ে এলে আমি পাটুরিয়া থেকে কিনে হরিরামপুরের আন্ধারমানিক আড়তে নিয়ে যাই। ৯ কেজি ওজনের পাঙাশটি ৯ হাজার টাকায় বিক্রি করেছি।’
ক্রেতা আব্দুল আলিম মিয়া বলেন, ‘আজ ৯ হাজার টাকা দিয়ে একটি পাঙাশ ও ৪ হাজার টাকা দিয়ে পদ্মার রুই কিনেছি।’
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী বলেন, গত মৌসুমে পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় বড় পাঙাশ, বিশেষ করে ১০-১৫ কেজির মাছ জালে ধরা পড়ছে। কয়েক দিন ধরে পানি কমতে থাকায় আবার বড় বড় পাঙাশের পাশাপাশি বড় মাছ ধরা পড়ছে। হরিরামপুর ও শিবালয়য়ের পদ্মা নদী মাছের অভয়াশ্রম।
মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা নদীতে জালে ধরা পড়েছে তিনটি পাঙাশ। ২৪ কেজির তিনটি পাঙাশ গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরে জালে ধরা পড়ে। পরে দুজন মাছ ব্যবসায়ী মাছগুলো হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট আড়তে নিয়ে যান।
ঘাটের আড়তদার ও জেলেরা জানান, পদ্মায় তিনটি পাঙাশ মাছ ধরা পড়ে। এগুলোর ওজন ৯, সোয়া ৯ ও ৬ কেজি। উপজেলার পাটুরিয়াসংলগ্ন মাঝ পদ্মা থেকে রশিদ নামের এক জেলে দুটি এবং অন্য আরেক জেলে একটি পাঙাশ মাছ আন্ধারমানিক আড়তে আনেন।
আন্ধারমানিক ঘাট আড়তদার সুমন রাজবংশী রাধু জানান, উপজেলার পাটুরিয়া থেকে রশিদ দুটি এবং আরেকজন জেলে একটি পাঙাশ মাছ আড়তে নিয়ে আসেন। ৯ কেজি ওজনের পাঙাশটি যাত্রাপুর গ্রামের প্রিন্টিং ও প্যাকেজিং ব্যবসায়ী আব্দুল আলিম মিয়া কিনে নেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী রশিদ বলেন, ‘উপজেলার পদ্মা নদী থেকে জেলেরা দুটি পাঙাশ মাছ ধরে নিয়ে এলে আমি পাটুরিয়া থেকে কিনে হরিরামপুরের আন্ধারমানিক আড়তে নিয়ে যাই। ৯ কেজি ওজনের পাঙাশটি ৯ হাজার টাকায় বিক্রি করেছি।’
ক্রেতা আব্দুল আলিম মিয়া বলেন, ‘আজ ৯ হাজার টাকা দিয়ে একটি পাঙাশ ও ৪ হাজার টাকা দিয়ে পদ্মার রুই কিনেছি।’
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী বলেন, গত মৌসুমে পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় বড় পাঙাশ, বিশেষ করে ১০-১৫ কেজির মাছ জালে ধরা পড়ছে। কয়েক দিন ধরে পানি কমতে থাকায় আবার বড় বড় পাঙাশের পাশাপাশি বড় মাছ ধরা পড়ছে। হরিরামপুর ও শিবালয়য়ের পদ্মা নদী মাছের অভয়াশ্রম।
ফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
১৯ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
২৪ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
৩০ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে