উত্তরা (ঢাকা), প্রতিনিধি
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে উত্তরা ৪ নম্বর সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে মারুফ হাসান পল্লবকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট এবং এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১২ নং সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউ সড়কে কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালীর দুমকি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসার ম্যানেজার কাইয়ুমকে জিম্মি করে দুই যুবক। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে। তাঁরা নিজেদের বিজিএমইএ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র এবং সমন্বয়কের পরিচয় দেন। ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার ডিভিআর খুলে ফেলেন এবং ড. হারুনুর রশিদ হাওলাদারের স্ত্রী ও ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মমতাজ শাহানারাকে বলেন, তাঁদের বাসায় অবৈধ অস্ত্র ও টাকা মজুত আছে। তখন তাঁরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পুলিশ ও সেনাবাহিনী দিয়ে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। একপর্যায়ে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নেয়। এ ঘটনায় গত ২০ অক্টোবর মমতাজ শাহানারা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।’
হাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থলের আশপাশের ১২টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআইয়ের মাধ্যমে ঘটনাস্থল থেকে আসামিদের হাতের ছাপ ও দুটি সিগারেটের অংশ বিশেষ আলামত হিসেবে জব্দ করা হয়।’
ওসি হাফিজ বলেন, ‘পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মারুফ হাসান পল্লবকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’
তিনি বলেন, ‘পল্লবের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিবও উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।’
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা নিজেদের ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে বাদির কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় স্বর্ণালংকার, নগদ টাকা ও পাসপোর্ট নিয়ে চলে যায়।’
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে উত্তরা ৪ নম্বর সেক্টরের হোটেল প্যারাডাইজ থেকে মারুফ হাসান পল্লবকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট এবং এ ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ১২ নং সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউ সড়কে কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালীর দুমকি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ড. হারুনুর রশিদ হাওলাদারের বাসার ম্যানেজার কাইয়ুমকে জিম্মি করে দুই যুবক। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে। তাঁরা নিজেদের বিজিএমইএ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র এবং সমন্বয়কের পরিচয় দেন। ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরার ডিভিআর খুলে ফেলেন এবং ড. হারুনুর রশিদ হাওলাদারের স্ত্রী ও ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মমতাজ শাহানারাকে বলেন, তাঁদের বাসায় অবৈধ অস্ত্র ও টাকা মজুত আছে। তখন তাঁরা ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পুলিশ ও সেনাবাহিনী দিয়ে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। একপর্যায়ে ৮৩ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা লুট করে নেয়। এ ঘটনায় গত ২০ অক্টোবর মমতাজ শাহানারা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেন।’
হাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর পরই ঘটনাস্থলের আশপাশের ১২টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সিআইডির ক্রাইম সিন ইউনিট ও পিবিআইয়ের মাধ্যমে ঘটনাস্থল থেকে আসামিদের হাতের ছাপ ও দুটি সিগারেটের অংশ বিশেষ আলামত হিসেবে জব্দ করা হয়।’
ওসি হাফিজ বলেন, ‘পরবর্তীতে সাঁড়াশি অভিযান চালিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মারুফ হাসান পল্লবকে ১৪ ভরি স্বর্ণালংকার, একটি পাসপোর্ট ও একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।’
তিনি বলেন, ‘পল্লবের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উত্তরা ১২ নং সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন সজিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিবও উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।’
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাফিজ বলেন, ‘তারা নিজেদের ভুয়া সমন্বয়ক পরিচয় দিয়ে বাদির কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় স্বর্ণালংকার, নগদ টাকা ও পাসপোর্ট নিয়ে চলে যায়।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৬ ঘণ্টা আগে