নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের জন্য পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অডিও-ভিডিও ফুটেজে মুরাদ হাসানের অবস্থানের সত্যতা মিললে সাইবার বিভাগের সুপারিশে শাহবাগ থানায় তাঁর বিরুদ্ধে মামলা হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেছেন, জিডির কপিসহ একটি আবেদন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠানো হবে। তারা সুপারিশ করলে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হবে। এই কর্মকর্তা বলেন, তবে শেষ খবর পর্যন্ত আবেদনটি এখনো ডিএমপি কমিশনারের কাছেই রয়েছে।
এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে অবমাননাকর বক্তব্য দেওয়া এবং বিশ্ববিদ্যালয়কে হেয় করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান 'নাহিদ রেইনস পিকচার্স' নামে একটি ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে এসে উসকানিমূলক বক্তব্য দেন। এই বক্তব্যকে 'বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক' হিসেবে উল্লেখ করেন ওই শিক্ষার্থী।
গত মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে গোয়েন্দা পুলিশও সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করবে।
এদিকে গোয়েন্দা পুলিশের পর চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে ঢালিউডের নায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। র্যাব কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৫ ঘণ্টার বেশি সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তারা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, নায়ক ইমনকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ইমন জানিয়েছেন তাঁর জ্ঞাতসারে অডিওটি ফাঁস হয়নি। গোটা ঘটনার বিষয়ে তদন্তে র্যাবকে সহায়তা করার কথা জানিয়েছেন তিনি।
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের জন্য পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অডিও-ভিডিও ফুটেজে মুরাদ হাসানের অবস্থানের সত্যতা মিললে সাইবার বিভাগের সুপারিশে শাহবাগ থানায় তাঁর বিরুদ্ধে মামলা হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেছেন, জিডির কপিসহ একটি আবেদন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ বিভাগে পাঠানো হবে। তারা সুপারিশ করলে এটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হবে। এই কর্মকর্তা বলেন, তবে শেষ খবর পর্যন্ত আবেদনটি এখনো ডিএমপি কমিশনারের কাছেই রয়েছে।
এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে অবমাননাকর বক্তব্য দেওয়া এবং বিশ্ববিদ্যালয়কে হেয় করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান 'নাহিদ রেইনস পিকচার্স' নামে একটি ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠানে এসে উসকানিমূলক বক্তব্য দেন। এই বক্তব্যকে 'বিকৃত যৌনাচার ও বিদ্বেষমূলক' হিসেবে উল্লেখ করেন ওই শিক্ষার্থী।
গত মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে গোয়েন্দা পুলিশও সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করবে।
এদিকে গোয়েন্দা পুলিশের পর চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে ঢালিউডের নায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। র্যাব কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৫ ঘণ্টার বেশি সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তারা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, নায়ক ইমনকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ইমন জানিয়েছেন তাঁর জ্ঞাতসারে অডিওটি ফাঁস হয়নি। গোটা ঘটনার বিষয়ে তদন্তে র্যাবকে সহায়তা করার কথা জানিয়েছেন তিনি।
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে