Ajker Patrika

ওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
গতকাল বুধবার গভীর রাতে গুলশান থেকে হিরুকে গ্রেপ্তার করা হয়। ছবি: আজকের পত্রিকা
গতকাল বুধবার গভীর রাতে গুলশান থেকে হিরুকে গ্রেপ্তার করা হয়। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘পালিত পুত্র’ হিসেবে নিজেকে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থায়ন এবং অর্থ লোপাটে জড়িত থাকার অভিযোগে হিরুকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার পুলিশ জানায়, তাদের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গুলশান ২-এর ৭৮ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে হিরুকে গ্রেপ্তার করে। তাঁর নামে বাড্ডা থানায় একটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অর্থ লোপাট, অবৈধ অর্থায়ন এবং রাজনৈতিক আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ছাত্র আন্দোলন দমনে প্রভাব খাটানোর উদ্দেশ্যে একাধিক আর্থিক লেনদেন করেছেন তিনি।

গুলশান থানার পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আরাফাতুল খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে পুরো চিত্র স্পষ্ট হবে।’

তিনি আরও বলেন, আসামিকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত