জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করার সময় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন বগুড়া জেলার হাজীপুর গ্রামের আহনাফ শাহরিয়ার তামিম এবং ময়মনসিংহ জেলার মাদানীনগরের ফয়সাল আহমেদ।
আহনাফ শাহরিয়ার তানিম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হতে আসেন। তিনি ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী ছিলেন। ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ২৪৯তম।
আরেক অভিযুক্ত ফয়সাল হোসেন আইন ও বিচার বিভাগে ভর্তি হতে আসেন। তিনি ‘বি’ ইউনিট থেকে পঞ্চম শিফটে পরীক্ষা দেন। ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ৪৮তম।
আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন।
নিরাপত্তা অফিস জানায়, গতকাল রোববার দুপুরে তাঁরা ভর্তি হতে আসেন। এ সময় তাঁদের ভর্তি পরীক্ষার খাতার লেখার সঙ্গে হাতে লেখা মিল না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষ। এ সময় অভিযুক্তরা প্রক্সির বিষয়টি স্বীকার করেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন এবং আসামি হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক নূর আলম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ সকাল ১০টার পর ওই আসামিদের আদালতে চালান করা হয়েছে।
প্রশাসনের কাছে লিখিত বক্তব্যে আহনাফ বলেন, তাঁর আপন খালাতো ভাই বগুড়ার আজিজুল হক কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমানের সঙ্গে দুই লাখ টাকার চুক্তি হয়। ভর্তি পরীক্ষায় আহনাফের হয়ে মুশফিকুর রহমান অংশগ্রহণ করেন।
অন্যদিকে ফয়সাল হোসেন প্রক্সির বিষয়টি স্বীকার করলেও তাঁর হয়ে কে পরীক্ষা দিয়েছিলেন এবং কত টাকার বিনিময়ে পরীক্ষা দেওয়ার চুক্তি হয় এসব কিছু গোপন রাখেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ‘সন্দেহজনক মনে হওয়ায় ওই দুই শিক্ষার্থীকে গতকাল দুপুরে আটক করা হয়। এ সময় অভিযুক্তরা অভিযোগ স্বীকার করে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আশুলিয়া থানায় মামলা দায়ের করি। পরে যথাযথ নিয়ম মেনে আসামিদের পুলিশে হস্তান্তর করা হয়।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে ভর্তি কার্যক্রম শেষ করার সময় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন বগুড়া জেলার হাজীপুর গ্রামের আহনাফ শাহরিয়ার তামিম এবং ময়মনসিংহ জেলার মাদানীনগরের ফয়সাল আহমেদ।
আহনাফ শাহরিয়ার তানিম আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হতে আসেন। তিনি ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী ছিলেন। ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ২৪৯তম।
আরেক অভিযুক্ত ফয়সাল হোসেন আইন ও বিচার বিভাগে ভর্তি হতে আসেন। তিনি ‘বি’ ইউনিট থেকে পঞ্চম শিফটে পরীক্ষা দেন। ভর্তি পরীক্ষায় তাঁর মেধাক্রম ছিল ৪৮তম।
আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন।
নিরাপত্তা অফিস জানায়, গতকাল রোববার দুপুরে তাঁরা ভর্তি হতে আসেন। এ সময় তাঁদের ভর্তি পরীক্ষার খাতার লেখার সঙ্গে হাতে লেখা মিল না পাওয়ায় জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষ। এ সময় অভিযুক্তরা প্রক্সির বিষয়টি স্বীকার করেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন এবং আসামি হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক নূর আলম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ সকাল ১০টার পর ওই আসামিদের আদালতে চালান করা হয়েছে।
প্রশাসনের কাছে লিখিত বক্তব্যে আহনাফ বলেন, তাঁর আপন খালাতো ভাই বগুড়ার আজিজুল হক কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমানের সঙ্গে দুই লাখ টাকার চুক্তি হয়। ভর্তি পরীক্ষায় আহনাফের হয়ে মুশফিকুর রহমান অংশগ্রহণ করেন।
অন্যদিকে ফয়সাল হোসেন প্রক্সির বিষয়টি স্বীকার করলেও তাঁর হয়ে কে পরীক্ষা দিয়েছিলেন এবং কত টাকার বিনিময়ে পরীক্ষা দেওয়ার চুক্তি হয় এসব কিছু গোপন রাখেন।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ‘সন্দেহজনক মনে হওয়ায় ওই দুই শিক্ষার্থীকে গতকাল দুপুরে আটক করা হয়। এ সময় অভিযুক্তরা অভিযোগ স্বীকার করে। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আশুলিয়া থানায় মামলা দায়ের করি। পরে যথাযথ নিয়ম মেনে আসামিদের পুলিশে হস্তান্তর করা হয়।’
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
৩ মিনিট আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১ ঘণ্টা আগেমহান মে দিবসেও গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার উপজেলার চন্দ্রা মাহমুদ জিনস লিমিটেডের কয়েক শ শ্রমিক এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে