নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটি শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস। তবে অনেকেই ছুটি বর্ধিত করেছেন। যার কারণে ঢাকায় ফেরার ভিড় দেখা যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশনে।
আজ সোমবার কমলাপুরে দুপুর সাড়ে ১২টায় রাজশাহী থেকে আসে বনলতা এক্সপ্রেস। তবে ট্রেনে যাত্রীসংখ্যা কম। অন্যদিকে এখনো স্টেশনে ঢাকার বাইরে যাওয়ার যাত্রীর চাপ রয়েছে। এই ট্রেনটি আবার ১টা ৩০ মিনিটে ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।
১৫ এপ্রিল থেকে অনলাইনে শতভাগ অগ্রিম ফিরতি টিকিট দেওয়া শুরু করে রেল, যা শেষ হয় ২০ এপ্রিল। ১০ দিন আগের অগ্রিম টিকিট দেওয়া হয়েছে অনলাইনে। সেই অনুযায়ী ২৫ এপ্রিল থেকে শুরু হবে অগ্রিম টিকিটের ফিরতি যাত্রী ঢাকায় ঢোকা।
ঢাকায় আসার যাত্রীসংখ্যা কম থাকলেও ঢাকা থেকে এখনো বিভিন্ন জেলার উদ্দেশে যাওয়া যাত্রীর সংখ্যা বেশি। বিশেষ করে কমিউটার ট্রেনগুলোর জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে স্টেশনে। ১২টা ২০ মিনিটে রাজশাহী কমিউটার ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন (১২টা ৪৫ মিনিট) লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি।
এ ছাড়া বেলা ১টায় ছাড়বে চট্টলা এক্সপ্রেস, ২টা ৪৫ মিনিটে রাজশাহী যাবে সিল্ক সিটি, ৩টায় সিলেটের উদ্দেশে যাবে কালনী এক্সপ্রেস ও ৩টা ২০ মিনিটে নোয়াখালী যাবে উপকূল এক্সপ্রেস।
রেলওয়ে সূত্র বলছে, ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মানুষের ভিড় থাকবে বেশি। যাওয়ার সময় এক স্টেশন থেকে সবাই যাত্রা করে তাই ভিড় বেশি দেখালেও আসার সময় এমন দৃশ্য থাকে না।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, ‘এবার ঈদে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে। আসার সময় আরও স্বাচ্ছন্দ্যে মানুষ আসতে পারছে। কোনো দুর্ভোগ ও ভোগান্তি নেই। কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। আজকে সকাল থেকেও সব ট্রেন সঠিক সময়ে আসছে আবার ছেড়ে গেছে।’
আফছার উদ্দিন আরও বলেন, আজ থেকে অফিস খোলা, তাই ঈদ করতে বাড়ি যাওয়া মানুষ ফিরতে শুরু করেছে। তবে এখনো ফেরার সেই চাপ নেই। আরও দুই-তিন দিন পর বাড়তে পারে।
ঈদের ছুটি শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস। তবে অনেকেই ছুটি বর্ধিত করেছেন। যার কারণে ঢাকায় ফেরার ভিড় দেখা যায়নি কমলাপুর রেলওয়ে স্টেশনে।
আজ সোমবার কমলাপুরে দুপুর সাড়ে ১২টায় রাজশাহী থেকে আসে বনলতা এক্সপ্রেস। তবে ট্রেনে যাত্রীসংখ্যা কম। অন্যদিকে এখনো স্টেশনে ঢাকার বাইরে যাওয়ার যাত্রীর চাপ রয়েছে। এই ট্রেনটি আবার ১টা ৩০ মিনিটে ছেড়ে যাবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে।
১৫ এপ্রিল থেকে অনলাইনে শতভাগ অগ্রিম ফিরতি টিকিট দেওয়া শুরু করে রেল, যা শেষ হয় ২০ এপ্রিল। ১০ দিন আগের অগ্রিম টিকিট দেওয়া হয়েছে অনলাইনে। সেই অনুযায়ী ২৫ এপ্রিল থেকে শুরু হবে অগ্রিম টিকিটের ফিরতি যাত্রী ঢাকায় ঢোকা।
ঢাকায় আসার যাত্রীসংখ্যা কম থাকলেও ঢাকা থেকে এখনো বিভিন্ন জেলার উদ্দেশে যাওয়া যাত্রীর সংখ্যা বেশি। বিশেষ করে কমিউটার ট্রেনগুলোর জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে স্টেশনে। ১২টা ২০ মিনিটে রাজশাহী কমিউটার ছেড়ে যাওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন (১২টা ৪৫ মিনিট) লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি।
এ ছাড়া বেলা ১টায় ছাড়বে চট্টলা এক্সপ্রেস, ২টা ৪৫ মিনিটে রাজশাহী যাবে সিল্ক সিটি, ৩টায় সিলেটের উদ্দেশে যাবে কালনী এক্সপ্রেস ও ৩টা ২০ মিনিটে নোয়াখালী যাবে উপকূল এক্সপ্রেস।
রেলওয়ে সূত্র বলছে, ২৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মানুষের ভিড় থাকবে বেশি। যাওয়ার সময় এক স্টেশন থেকে সবাই যাত্রা করে তাই ভিড় বেশি দেখালেও আসার সময় এমন দৃশ্য থাকে না।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, ‘এবার ঈদে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পেরেছে। আসার সময় আরও স্বাচ্ছন্দ্যে মানুষ আসতে পারছে। কোনো দুর্ভোগ ও ভোগান্তি নেই। কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। আজকে সকাল থেকেও সব ট্রেন সঠিক সময়ে আসছে আবার ছেড়ে গেছে।’
আফছার উদ্দিন আরও বলেন, আজ থেকে অফিস খোলা, তাই ঈদ করতে বাড়ি যাওয়া মানুষ ফিরতে শুরু করেছে। তবে এখনো ফেরার সেই চাপ নেই। আরও দুই-তিন দিন পর বাড়তে পারে।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৫ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৮ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৬ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৬ মিনিট আগে