Ajker Patrika

সুপ্রিম কোর্টে দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৬: ১৩
সুপ্রিম কোর্টে দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি, ভাঙচুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তবে সংবাদ সম্মেলন শুরুর আগে সেখানে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

অল্প সময়ের মধ্যেই তাঁরা চলে গেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিএনপির সিনিয়র আইনজীবীরা তা নিয়ন্ত্রণ করেন। 

এদিকে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ করেন দুই পক্ষের আইনজীবীরা। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বারের সভাপতির কক্ষের সামনে থেকে নেমপ্লেট খুলে ফেলা হয়। এ ছাড়া ভাঙচুর করা হয় সম্পাদকের কক্ষের জানালা। 

এর আগে গতকাল রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী ও বিএনপি-সমর্থিত আইনজীবীরা মুখোমুখি অবস্থান করেন। সে সময় তাঁরা মুখোমুখি দুই দলের স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হুইসেল বাজিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত