Ajker Patrika

কোটা বাতিলের দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ ডেকে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৯: ৫৫
কোটা বাতিলের দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ ডেকে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে দীর্ঘ ৬ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাঁরা শাহবাগ মোড় থেকে সরে যায়। আজকের অবরোধ থেকে আগামী শনিবার সারা দেশে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

এছাড়া আগামীকাল শুক্রবার অনলাইন ও অফলাইনে প্রচারণা এবং আগামী রোববার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ঘোষণাও দিয়েছে আন্দোলনকারীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজকের পত্রিকা’কে বলেন, ‘আজকের মতো আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। আগামীকাল অনলাইন ও অফলাইনে প্রচারণা চালানো হবে। শনিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল হবে এবং রোববার ছাত্রধর্মঘট চলবে।’ 

শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ মোড় হয়ে যান চলাচল করতে পারেনি। তবে বিকল্প ব্যবস্থায় যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান আজকের পত্রিকাকে বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগে থেকে বিকল্প ব্যবস্থা রয়েছে। শুধু শাহবাগের গোলচত্বরে শিক্ষার্থীরা অবস্থান করছে। তাঁদের অবস্থানের ফলে যান চলাচলে বড় কোনো সমস্যা হচ্ছে না।

এই সম্পর্কিত আরও পড়ুন-

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত