Ajker Patrika

ডেমরায় প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেমরায় প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়ার পরে রোজি আফসানা রিমা (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তুলেছেন স্বজনেরা। আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে ডেমরা পশ্চিম বক্সনগর এসি মসজিদের পাশে চার তলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে রিমার মা আসমা আক্তার অভিযোগ করেন, তারা ডেমরার ওই বাসায় ভাড়া থাকেন। রিমা গৃহিণী ছিল। রিমার স্বামী নয়ন মিয়া গত ৬ মাস আগে দালালের মাধ্যমে সৌদি আরব যায়। কিন্তু সেখানে কোনো কাজ পায় না। এসব বিষয় নিয়ে স্বামী নয়ন রিমাকে কথা শোনাতো। রিমার ঘরে ৯ বছরের এক মেয়ে রয়েছে। 

ঘটনার দিনও স্বামীর সঙ্গে রিমার ঝগড়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘রিমার স্বামী নয়ন আজকেও ফোন দিয়ে রিমার সঙ্গে ঝগড়া করে। দুপুর সারে ১২টার দিকে রিমা ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ ডাকাডাকির পরও দরজা খোলে না। পরে প্রতিবেশীদের মাধ্যমে দরজা ভেঙে দেখে রিমা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 
 
এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলার হয়েছে বলে জানান ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা জানি। মরদেহ ঢাকা মেডিকেলে আছে। এই ঘটনায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত