নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিন রিমান্ড শেষে দুপুরের পরে সুলতানাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। সেই সঙ্গে তাঁকে কারাগারে প্রেরণের আবেদন জানানো হয়। অপরদিকে সুলতানার আইনজীবী তাঁকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আবেদন জানান।
শুনানি শেষে আদালত সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং কারাবিধি অনুযায়ী মর্যাদা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এর আগে গত ৬ নভেম্বর সুলতানাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।
সুলতানা আহম্মেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। এর আগে ৫ নভেম্বর রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।
মামলায় অভিযোগ করা হয়, গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে সংবাদ কর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহম্মেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন। সুলতানা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয়প্রতিপন্ন করার জন্য বিদ্বেষ ও উসকানিমূলক মিথ্যা বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন বলেও উল্লেখ করা হয় মামলায়।
এই মামলার পরিপ্রেক্ষিতে পরদিন সকালে গুলশানের বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিন রিমান্ড শেষে দুপুরের পরে সুলতানাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম। সেই সঙ্গে তাঁকে কারাগারে প্রেরণের আবেদন জানানো হয়। অপরদিকে সুলতানার আইনজীবী তাঁকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আবেদন জানান।
শুনানি শেষে আদালত সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং কারাবিধি অনুযায়ী মর্যাদা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এর আগে গত ৬ নভেম্বর সুলতানাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড প্রতিবেদনে বলা হয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।
সুলতানা আহম্মেদ জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক। এর আগে ৫ নভেম্বর রাজধানীর পল্টন থানায় সুলতানার বিরুদ্ধে মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।
মামলায় অভিযোগ করা হয়, গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন প্রকাশ্যে সংবাদ কর্মীদের উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সুলতানা আহম্মেদ। সেখানে তিনি উসকানিমূলক ও আপত্তিকর কথা বলেন। সুলতানা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয়প্রতিপন্ন করার জন্য বিদ্বেষ ও উসকানিমূলক মিথ্যা বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন বলেও উল্লেখ করা হয় মামলায়।
এই মামলার পরিপ্রেক্ষিতে পরদিন সকালে গুলশানের বাসা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামফলকে ‘সরকারি’, ‘প্রাথমিক’ এবং ‘খ্রিস্টাব্দ’ শব্দগুলোতে ভুল আছে। কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সরকারি’ এবং ‘প্রাথমিক’ শব্দের বানানে বিসর্গ ব্যবহার করা হয়েছে। ‘নির্মাণ’-এর বদলে ‘নির্মাণ’ এবং ‘খ্রিস্টাব্দ’-এর স্থলে ভুলভাবে ‘ইং’ লেখা হয়
১ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর দিয়ে ৩ ঘণ্টায় ভারতে পণ্য রপ্তানি করতে ১ হাজার ২০০ কোটি টাকায় নেওয়া হয় সড়ক প্রশস্ত করার কাজ। বারইয়ারহাট (চট্টগ্রামের মিরসরাই)-হেঁয়াকো (ফটিকছড়ি)-রামগড় (খাগড়াছড়ি) সড়ক প্রশস্তকরণের সেই কাজ মাঝপথে রেখে উধাও ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান।
৪ ঘণ্টা আগেমনু নদের স্রোত বয়ে আনে বহু টুকরা গাছ। সেগুলোই জীবনধারণের ভরসা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বহু পরিবারের। বর্ষায় বৃষ্টির সঙ্গে নদী যখন ফুলে-ফেঁপে ওঠে, তখন স্রোতে ভেসে আসে এগুলো।
৫ ঘণ্টা আগেচাঁদপুরের আশি-ঊর্ধ্ব আশরাফুল আলমের (ছদ্মনাম) দেড় বছর আগে পায়ুপথে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসার জন্য তিনি রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিআরএইচ) আসেন। তখন থেকে এ পর্যন্ত ক্যানসার নিয়ন্ত্রণে তাঁকে আটটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে