নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে ডলার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হতো। পাশাপাশি ডলার চেয়ে কেউ পোস্ট করলে তাঁর সঙ্গেও যোগাযোগ করা হতো। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্রিল্যান্সারদের গ্রুপকে টার্গেট করে ডলার বিক্রির পোস্ট দিয়ে আসছিলেন জাকির হোসেন (৩৫)। ডলার দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েই অদৃশ্য হয়ে যেতেন তিনি।
টার্গেটকৃত ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁকে ব্লক করে দিতেন। এভাবেই দীর্ঘদিন ধরে ডলার বিক্রির নামে প্রতারণার করে আসছিলেন। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ।
২০২২ সালের ২৮ সেপ্টেম্বর এক ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ব্লক করে দেওয়ার ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ওই ফ্রিল্যান্সার। অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন তদন্ত শেষে গতকাল সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জাকিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) ইউনিট। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, প্রতারক জাকির প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধশতাধিক আইডি ব্যবহার করতেন। এই সকল আইডি ব্যবহার করে ডলার বিক্রির পোস্ট দিতেন। সম্প্রতি এক ভুক্তভোগীর কাছ থেকে ই-ট্রানজেকশনের মাধ্যমে ডলার দেওয়া কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাঁকে ব্লক করে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রতারণার কথা স্বীকার করেছে উল্লেখ করে এডিসি আজাদ আরও বলেন, দীর্ঘ দিন ধরে ডলার বিক্রির প্রতারণায় অন্তত ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক। একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে এসব প্রতারণা করেছেন তিনি। নিজে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার শিকার হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে এই প্রতারণাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কথাও স্বীকার করেছে জাকির।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি থেকে ডলার বিক্রির বিজ্ঞাপন দেওয়া হতো। পাশাপাশি ডলার চেয়ে কেউ পোস্ট করলে তাঁর সঙ্গেও যোগাযোগ করা হতো। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্রিল্যান্সারদের গ্রুপকে টার্গেট করে ডলার বিক্রির পোস্ট দিয়ে আসছিলেন জাকির হোসেন (৩৫)। ডলার দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়েই অদৃশ্য হয়ে যেতেন তিনি।
টার্গেটকৃত ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁকে ব্লক করে দিতেন। এভাবেই দীর্ঘদিন ধরে ডলার বিক্রির নামে প্রতারণার করে আসছিলেন। আজ মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ।
২০২২ সালের ২৮ সেপ্টেম্বর এক ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ব্লক করে দেওয়ার ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ওই ফ্রিল্যান্সার। অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘদিন তদন্ত শেষে গতকাল সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জাকিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) ইউনিট। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, প্রতারক জাকির প্রতারণার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্ধশতাধিক আইডি ব্যবহার করতেন। এই সকল আইডি ব্যবহার করে ডলার বিক্রির পোস্ট দিতেন। সম্প্রতি এক ভুক্তভোগীর কাছ থেকে ই-ট্রানজেকশনের মাধ্যমে ডলার দেওয়া কথা বলে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাঁকে ব্লক করে দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রতারণার কথা স্বীকার করেছে উল্লেখ করে এডিসি আজাদ আরও বলেন, দীর্ঘ দিন ধরে ডলার বিক্রির প্রতারণায় অন্তত ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক। একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে এসব প্রতারণা করেছেন তিনি। নিজে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণার শিকার হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে এই প্রতারণাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কথাও স্বীকার করেছে জাকির।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে