Ajker Patrika

১১ ফেব্রুয়ারি জবি মাতাবেন জেমস

জবি প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ২৩: ৫১
১১ ফেব্রুয়ারি জবি মাতাবেন জেমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। আগামী ১১ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। 

আজ শুক্রবার রাতে পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ আজহার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। 

শুক্রবার বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা অ্যালামনাইয়ের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এমেল হক মোল্লার সঞ্চালনায় অ্যাসোসিয়েশনের সভাপতি রামেদুল ইসলাম পল্লব, সাধারণ সম্পাদক ওমর ফারুকের উপস্থিতিতে পুনর্মিলনী আয়োজক উপকমিটি গঠন কর হয়। কমিটিতে শেখ মোহাম্মদ আজহারকে আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া কমিটিতে ১০ জনকে সদস্য করা হয়েছে। 

আগামী ৭ জানুয়ারি থেকে পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। নিবন্ধনের জন্য ১৫০০ টাকা ফি দিতে হবে। 

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ‘উচ্ছ্বাসে উল্লাসে, নতুন আলোর উদ্ভাসে’ স্লোগান সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত