Ajker Patrika

টাকা জমিয়ে ফুল কিনেছি: শিশু সায়মা ও সাইদা 

ঢাবি, প্রতিনিধি 
টাকা জমিয়ে ফুল কিনেছি: শিশু সায়মা ও সাইদা 

আম্মু বলেছে তাই ফুল দিতে এসেছি, আম্মু নিয়ে আসছে, আমি টাকা জমিয়ে ফুল কিনেছি—   কথাগুলো বলছিল ছোট্ট শিশু সায়মা। সায়মার সঙ্গে এসেছে ওর বোন সাইদা। সাইদাও একই কথা বলেছে, ‘বাবা আমাকে যে টেকা দিতেন সেগুলো নিয়ে চকলেট না খেয়ে ফুল কিনেছি। আম্মু অনেক আগে থেকে ফুল কিনতে বলছেন।’ 

মোহাম্মদ বিল্লাল হোসেন ও ফৈরদোসী হাসান দুই মেয়েকে নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১২টার দিকে আসেন।   ঢাকায় এক আত্মীয়ের বাসায় উঠেছে কুমিল্লার নাঙ্গলকোটের এই পরিবার।

ফৈরদৌসী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক আগে থেকে ইচ্ছা ছিল শহীদ মিনারে আসব। গত পরশু আসলাম, এক আত্মীয়ের বাসায় থাকছি শহরে। সকাল ৬টায় বের হয়েছি, ফুল দিতে পেরেছি ১২টায়। তারপরও ভালো লাগছে, কারণ অনেক দিন থেকে এ দিনের আশায় আছি। দুই বাচ্চাকে আনতে পেরে খুব ভালো লাগছে—   যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

বিল্লাল হোসেন বলেন, ‘বাবুদের মা বছরের শুরু থেকে বলে আসছে ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে আসবে। আমারও আজ ছুটির দিন তাই কষ্ট হলেও নিয়ে এসেছি। তাদের আনন্দ-ই আমার আনন্দ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত