Ajker Patrika

দুদকের মামলা বাতিলে জোবাইদার আবেদন, আপিল বিভাগের সিদ্ধান্ত ১৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৫: ৫৯
দুদকের মামলা বাতিলে জোবাইদার আবেদন, আপিল বিভাগের সিদ্ধান্ত ১৩ এপ্রিল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা বাতিলের আবেদন করেছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, যা খারিজ করে দেন হাইকোর্ট। পরে ওই খারিজের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ-টু-আপিল করেন তিনি। ওই আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে আজ বৃহস্পতিবার এই দিন ধার্য করেন। ওই আদেশেই জানা যাবে জোবাইদা রহমানের বিরুদ্ধে এই মামলা চলবে কি না।

আদালতে জোবাইদার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জোবাইদা রহমান হাইকোর্টে আবেদন করলে রুল জারি করা হয়। চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট রুল খারিজ করে রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন জোবাইদা রহমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত