Ajker Patrika

ফের করোনা পজিটিভ ইসি মাহবুব তালুকদার  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফের করোনা পজিটিভ ইসি মাহবুব তালুকদার  

করোনা আক্রান্ত নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের দ্বিতীয় পরীক্ষায়ও পজিটিভ রিপোর্ট এসেছে। শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। বিকালে রিপোর্ট পজিটিভ আসে। মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। 

এনাম উদ্দীন জানান, আজ দ্বিতীয়বারের মতো স্যারের করোনা টেস্ট করা হয়েছে। এবারও পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। 

পরবর্তীতে আবার কবে করোনা পরীক্ষা করা হবে জানতে চাইলে তিনি বলেন, ডাক্তার এ বিষয়ে এখনো কিছু বলেননি। 

এর আগে গত ১৯ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মাহবুব তালুকদার। সেই রাতে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। শরীর কিছুটা সুস্থ হলে পরের দিন ২০ জুন এই নির্বাচন কমিশনারকে কেবিনে নেওয়া হয়।
 
শরীরে জ্বর থাকায় ২০ জুন করোনা পরীক্ষা করা হলে মাহবুব তালুকদারের রিপোর্ট পজিটিভ আসে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত