নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেড় কোটিরও বেশি পরিমাণ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগের মামলায় খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মামলায় তার বিরুদ্ধে ২০ লাখ টাকার পরিমাণের সম্পদ গোপনের অভিযোগ আনা হয়।
এর আগে ২০১৯ সালের ৭ আগস্ট দুদক সমন্বিত কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে মিজানুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২০ লাখ টাকার সম্পদ গোপন করেছিলেন। যা অনুসন্ধানে বেরিয়ে আসে।
সাংসদ থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখায় মিজানুর রহমানের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় ৯০ শতাংশ জমির মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ করে পরে ২০ লাখ টাকা বিনিময় করে দলিল তৈরি করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি কেনার এই তথ্য উল্লেখ করা হয়নি।
দুদকের অভিযোগ সূত্র বলছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব খাঁটিয়ে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়ে নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন মিজানুর রহমান। এসব অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল ২০১৮ সালের শুরুতে। একই বছরের এপ্রিল মাসে অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক এই সাংসদকে তলবও করা হয়েছিল। পরবর্তীতে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয় মিজানুর রহমানের বিরুদ্ধে।
ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেড় কোটিরও বেশি পরিমাণ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগের মামলায় খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মামলায় তার বিরুদ্ধে ২০ লাখ টাকার পরিমাণের সম্পদ গোপনের অভিযোগ আনা হয়।
এর আগে ২০১৯ সালের ৭ আগস্ট দুদক সমন্বিত কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে মিজানুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২০ লাখ টাকার সম্পদ গোপন করেছিলেন। যা অনুসন্ধানে বেরিয়ে আসে।
সাংসদ থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখায় মিজানুর রহমানের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় ৯০ শতাংশ জমির মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ করে পরে ২০ লাখ টাকা বিনিময় করে দলিল তৈরি করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি কেনার এই তথ্য উল্লেখ করা হয়নি।
দুদকের অভিযোগ সূত্র বলছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব খাঁটিয়ে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়ে নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন মিজানুর রহমান। এসব অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল ২০১৮ সালের শুরুতে। একই বছরের এপ্রিল মাসে অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক এই সাংসদকে তলবও করা হয়েছিল। পরবর্তীতে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয় মিজানুর রহমানের বিরুদ্ধে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত কোম্পানির চত্বরে এ বিক্ষোভ মিছিল হয়। প্রায় ৯০০ শ্রমিক এতে অংশ নেন।
২ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৩ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রাম থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিতুল্লাহ সুপার মার্কেটের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেবগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বার মাইল-তিন দিঘি গামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে