নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেড় কোটিরও বেশি পরিমাণ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগের মামলায় খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মামলায় তার বিরুদ্ধে ২০ লাখ টাকার পরিমাণের সম্পদ গোপনের অভিযোগ আনা হয়।
এর আগে ২০১৯ সালের ৭ আগস্ট দুদক সমন্বিত কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে মিজানুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২০ লাখ টাকার সম্পদ গোপন করেছিলেন। যা অনুসন্ধানে বেরিয়ে আসে।
সাংসদ থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখায় মিজানুর রহমানের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় ৯০ শতাংশ জমির মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ করে পরে ২০ লাখ টাকা বিনিময় করে দলিল তৈরি করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি কেনার এই তথ্য উল্লেখ করা হয়নি।
দুদকের অভিযোগ সূত্র বলছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব খাঁটিয়ে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়ে নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন মিজানুর রহমান। এসব অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল ২০১৮ সালের শুরুতে। একই বছরের এপ্রিল মাসে অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক এই সাংসদকে তলবও করা হয়েছিল। পরবর্তীতে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয় মিজানুর রহমানের বিরুদ্ধে।
ঢাকা: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেড় কোটিরও বেশি পরিমাণ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগের মামলায় খুলনা–২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এই মামলায় তার বিরুদ্ধে ২০ লাখ টাকার পরিমাণের সম্পদ গোপনের অভিযোগ আনা হয়।
এর আগে ২০১৯ সালের ৭ আগস্ট দুদক সমন্বিত কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে মিজানুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ২০ লাখ টাকার সম্পদ গোপন করেছিলেন। যা অনুসন্ধানে বেরিয়ে আসে।
সাংসদ থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখায় মিজানুর রহমানের বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় ৯০ শতাংশ জমির মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ করে পরে ২০ লাখ টাকা বিনিময় করে দলিল তৈরি করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি কেনার এই তথ্য উল্লেখ করা হয়নি।
দুদকের অভিযোগ সূত্র বলছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রভাব খাঁটিয়ে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারি কাজ বাগিয়ে নিয়ে নামমাত্র কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন মিজানুর রহমান। এসব অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছিল ২০১৮ সালের শুরুতে। একই বছরের এপ্রিল মাসে অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক এই সাংসদকে তলবও করা হয়েছিল। পরবর্তীতে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয় মিজানুর রহমানের বিরুদ্ধে।
বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা পদ হারানোয় জুনিয়র নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বরিশাল প্রেসক্লাবে পৃথকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। দলের কেন্দ্রীয়...
৬ মিনিট আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এ নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করার আশা ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
১১ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
১ ঘণ্টা আগে