Ajker Patrika

রাজধানীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ, আদালতে মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০০: ২৮
ফজলে নিয়াজ বীর। ছবি: সংগৃহীত
ফজলে নিয়াজ বীর। ছবি: সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে (১৬) খিলগাঁও থেকে অপহরণের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ এই মামলা দায়ের করেন স্কুলছাত্রীর মা।

মামলায় আসামি করা হয়েছে ৬ জনকে। তাঁরা হলেন ফজলে নিয়াজ বীর, তাঁর বড় বোন জান্নাতী, দুলাভাই আনোয়ার হোসেন, ফজলে নিয়াজের বাবা ফরিদ আহমেদ ও মা নাজমা আহমেদ এবং নিয়াজের বন্ধু সৌমেন সরকার।

ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কবীর বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে খিলগাঁও থানার ওসিকে মামলা রুজু করার নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. সাজ্জাদ হোসেন সবুজ। তিনি বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে খিলগাঁও থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বাদীর পরিবার হিন্দু ধর্মের অনুসারী। অন্যদিকে আসামিরা মুসলিম প্রভাবশালী লোক। বাদীর মেয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির বাণিজ্য শাখার ছাত্রী। সে নিয়মিত স্কুলে যাতায়াত করার সময় নিয়াজ ও তাঁর বন্ধু সৌমেন প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে নিয়াজ বাদীর মেয়েকে প্রেমের প্রস্তাব দেন। মেয়ে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে ভয়ভীতি এবং হুমকি দিতে থাকেন নিয়াজ।

এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট স্কুলের পথ থেকে নিয়াজ অন্য আসামিদের সহযোগিতায় বাদীর মেয়েকে অপহরণ করেন। এ ঘটনায় বাদী খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ২৩ আগস্ট বাদীর মেয়েকে ছেড়ে দেন আসামিরা। পরে গত ৬ সেপ্টেম্বর নিয়াজ আবার বাদীর মেয়েকে উত্ত্যক্ত করলে জনগণ তাঁকে আটক করে। এ সময় নিয়াজের বড় বোন জান্নাতী নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার করে ছাড়িয়ে নেন। অঙ্গীকারনামায় বলা হয়, নিয়াজ আর কোনো দিন বাদীর মেয়েকে উত্ত্যক্ত করবেন না। এরপর বাদীর মেয়ে ভিকটিম আসামিদের আচরণে ভয় পেয়ে স্কুলে যাওয়া-আসা কমিয়ে দেয়।

গত ১৯ সেপ্টেম্বর বাদীর মেয়ে বিকেল ৪টার দিকে অপর এক বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর আর ফেরত আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে নিয়াজের মা-বাবার সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, নিয়াজকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাদী তখন নিশ্চিত হন যে নিয়াজ অন্যান্য আসামির সহযোগিতায় তাঁর মেয়েকে অপহরণ করে আটকে রেখেছেন। বাদী আশঙ্কা করছেন, তাঁর মেয়েকে খুনও করা হতে পারে। মামলার বাদী তাঁর মেয়েকে জীবিত উদ্ধারের আরজি জানিয়েছেন।

মামলার বাদী আজকের পত্রিকাকে বলেন, তিনি যেকোনো উপায়ে হোক তাঁর মেয়েকে ফিরে পেতে চান। তিনি আরও বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় তিনি ও তাঁর পরিবার আতঙ্কিত এবং হুমকির মধ্যে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের জানাজায় মানুষের ঢল

খুব কষ্ট পেলাম! লাশের হাতে হ্যান্ডকাফ— সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের মৃত্যু প্রসঙ্গে মান্না

বিএনপি নেতার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি যুবদল নেতার, থানায় অভিযোগ

ময়মনসিংহে পূজা দেখতে বেরিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত