নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নিউমার্কেট এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানা-পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, নগদ টাকাসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন–আল আমিন হাওলাদার, ওমর ফারুক, ফারুক ব্যাপারী, শহিদুল ইসলাম শেখ, মানিক, জহিরুল ইসলাম জহির, আল-আমিন আহম্মেদ ও মো. বারেক।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর নিউমার্কেট এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, হকিস্টিক, বেতের লাঠি, নগদ ৩০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও কিছু প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে ফারুক মিয়া নামে এক ব্যক্তি দুবাই থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছান। তিনি সেখান থেকে একটি প্রাইভেটকারে বাসার দিকে আসেন। রাত ৩টার দিকে হাতিরপুল রোডে তাঁর বাসার অদূরে একটি কালো রঙের নোআহ গাড়ি তাঁর গাড়ির পথরোধ করে। পথরোধ করা গাড়ি থেকে র্যাবের পোশাক পরিহিত ৫-৬ জন লোক নেমে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ফারুক মিয়াকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামায় এবং তাঁর সঙ্গে থাকা মালামাল গাড়িতে তুলে নিয়ে চলে যায়।
আরও জানা যায়, তারা ফারুককে গাড়িতে করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে শারীরিক নির্যাতন করে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে হাতিরঝিল এলাকায় ফারুককে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি ফারুক মিয়া নিউমার্কেট থানায় একটি মামলা করেন।
পুলিশ এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে।
রাজধানীর নিউমার্কেট এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানা-পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, নগদ টাকাসহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন–আল আমিন হাওলাদার, ওমর ফারুক, ফারুক ব্যাপারী, শহিদুল ইসলাম শেখ, মানিক, জহিরুল ইসলাম জহির, আল-আমিন আহম্মেদ ও মো. বারেক।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর নিউমার্কেট এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ, হকিস্টিক, বেতের লাঠি, নগদ ৩০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও কিছু প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে ফারুক মিয়া নামে এক ব্যক্তি দুবাই থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছান। তিনি সেখান থেকে একটি প্রাইভেটকারে বাসার দিকে আসেন। রাত ৩টার দিকে হাতিরপুল রোডে তাঁর বাসার অদূরে একটি কালো রঙের নোআহ গাড়ি তাঁর গাড়ির পথরোধ করে। পথরোধ করা গাড়ি থেকে র্যাবের পোশাক পরিহিত ৫-৬ জন লোক নেমে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ফারুক মিয়াকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামায় এবং তাঁর সঙ্গে থাকা মালামাল গাড়িতে তুলে নিয়ে চলে যায়।
আরও জানা যায়, তারা ফারুককে গাড়িতে করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে শারীরিক নির্যাতন করে এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে হাতিরঝিল এলাকায় ফারুককে গাড়ি থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি ফারুক মিয়া নিউমার্কেট থানায় একটি মামলা করেন।
পুলিশ এ ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৭ মিনিট আগে