নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলা করেন জান্নাতুল ফেরদৌসী নিজে।
আজ সকালে তিনি মামলা দায়ের করলে আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানান। দুপুরের পর আদালত আদেশ দেন। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে আগামী ২৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন আদালত।
মামলার আরজিতে অন্য যাঁদের নাম দেওয়া হয়েছে তাঁরা হলেন মিম ইসলাম, নুজহাত ফারিয়া রোকসানা, নুরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ‘সিট বাণিজ্য ও চাঁদাবাজির’ অভিযোগ এনে গণমাধ্যমে বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস। এ কারণে তাঁকে ছাত্রীনিবাসের একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মারধরের কারণে তিনি রক্তাক্ত জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি মামলার আরজিতে আরও উল্লেখ করেছেন, তাঁকে আটকে রেখে হত্যার উদ্দেশ্যে এই মারধর করা হয়।
উল্লেখ্য, এ ঘটনায় ওই দিন মধ্যরাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের একাংশের বিক্ষোভে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রীভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি জানান।
পরে রোববার দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ আসে কেন্দ্রীয় কমিটি থেকে। ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের একাংশ এই তদন্ত কমিটির প্রতিও অনাস্থা জানিয়েছে।
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলা করেন জান্নাতুল ফেরদৌসী নিজে।
আজ সকালে তিনি মামলা দায়ের করলে আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করেন। শুনানি শেষে পরে আদেশ দেবেন বলে জানান। দুপুরের পর আদালত আদেশ দেন। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনা তদন্ত করে আগামী ২৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন আদালত।
মামলার আরজিতে অন্য যাঁদের নাম দেওয়া হয়েছে তাঁরা হলেন মিম ইসলাম, নুজহাত ফারিয়া রোকসানা, নুরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ‘সিট বাণিজ্য ও চাঁদাবাজির’ অভিযোগ এনে গণমাধ্যমে বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস। এ কারণে তাঁকে ছাত্রীনিবাসের একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মারধরের কারণে তিনি রক্তাক্ত জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
তিনি মামলার আরজিতে আরও উল্লেখ করেছেন, তাঁকে আটকে রেখে হত্যার উদ্দেশ্যে এই মারধর করা হয়।
উল্লেখ্য, এ ঘটনায় ওই দিন মধ্যরাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের একাংশের বিক্ষোভে ইডেন কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রীভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি জানান।
পরে রোববার দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ আসে কেন্দ্রীয় কমিটি থেকে। ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের একাংশ এই তদন্ত কমিটির প্রতিও অনাস্থা জানিয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে