নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থা ঘোষণা করার মতো পর্যায়ে চলে গেছে। এমন পরিস্থিতিতে ১৭ দিনের বিদেশ সফরে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ১৭ দিন পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাজ্য, স্পেন, ডেনমার্ক ও সেনজেনভুক্ত অন্যান্য দেশ ভ্রমণ করবেন। এই ভ্রমণের বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং যাবতীয় ব্যয়ভার মেয়র ব্যক্তিগতভাবে বহন করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল থেকে ভ্রমণের ব্যয় বহন করা হবে না।
মেয়র তাপসের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মেয়র প্যানেলের সদস্য ও ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদ উল্লাহ মিনু। বিদেশ গেলেও মেয়র তাপস ডেঙ্গু সম্পর্কে খোঁজ রাখছেন জানিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে উনি (মেয়র) গেছেন। মেয়র তো খুব একটা ছুটিতে যান না। তিনি খুবই দায়িত্বশীল ব্যক্তি। বিদেশ গেলেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। সেখান থেকেই ডেঙ্গু পরিস্থিতির খোঁজখবর রাখছেন, নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন। এরই মধ্যে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খুলে দিয়ে গেছেন। সেখানে আমিও বসি, প্রধান নির্বাহী কর্মকর্তাও বসেন। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আমরা সবাই চেষ্টা করছি।’
ডেঙ্গুর প্রকোপের মধ্যেই বিদেশ যাওয়া প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এইটা নিয়ে আমাকে প্রশ্ন কইরেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি বিদেশ গেছেন।’
ঢাকায় ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন জরুরি অবস্থা ঘোষণা করার মতো পর্যায়ে চলে গেছে। এমন পরিস্থিতিতে ১৭ দিনের বিদেশ সফরে গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ১৭ দিন পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজনে যুক্তরাজ্য, স্পেন, ডেনমার্ক ও সেনজেনভুক্ত অন্যান্য দেশ ভ্রমণ করবেন। এই ভ্রমণের বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং যাবতীয় ব্যয়ভার মেয়র ব্যক্তিগতভাবে বহন করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তহবিল থেকে ভ্রমণের ব্যয় বহন করা হবে না।
মেয়র তাপসের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন মেয়র প্যানেলের সদস্য ও ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদ উল্লাহ মিনু। বিদেশ গেলেও মেয়র তাপস ডেঙ্গু সম্পর্কে খোঁজ রাখছেন জানিয়ে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে উনি (মেয়র) গেছেন। মেয়র তো খুব একটা ছুটিতে যান না। তিনি খুবই দায়িত্বশীল ব্যক্তি। বিদেশ গেলেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। সেখান থেকেই ডেঙ্গু পরিস্থিতির খোঁজখবর রাখছেন, নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন। এরই মধ্যে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম খুলে দিয়ে গেছেন। সেখানে আমিও বসি, প্রধান নির্বাহী কর্মকর্তাও বসেন। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আমরা সবাই চেষ্টা করছি।’
ডেঙ্গুর প্রকোপের মধ্যেই বিদেশ যাওয়া প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘এইটা নিয়ে আমাকে প্রশ্ন কইরেন না। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি বিদেশ গেছেন।’
ফেনীর দাগনভূঞার পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে দাগনভূঞা উপজেলার চণ্ডীপুর গ্রামের মোহাম্মদ আলী মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাফিজ একই বাড়ির মো. নেজামের ও ইয়াছিন মো. সাইফুলের ছেলে। এদিকে একই বাড়ির দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের
১৫ মিনিট আগেসাতক্ষীরার তালা উপজেলায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৮) নামের এক কলেজছাত্রীর মারা যাওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
২১ মিনিট আগেমুন্সিগঞ্জ সদরে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একের পর এক খুনের ঘটনা ঘটছে। ২৮ বছর ধরে চলা এই রক্তারক্তির সর্বশেষ শিকার হয়েছেন একজন গতকাল বৃহস্পতিবার রাতে। মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
২৬ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টাব্যাপী ধলপুর-সায়েদাবাদ সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় অত্র এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে