Ajker Patrika

মেট্রোরেলে থাকবে না হাফ ভাড়া: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৪: ২২
মেট্রোরেলে থাকবে না হাফ ভাড়া: কাদের

মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের জানান, মেট্রোরেলে প্রতি কিলোমিটার ভাড়া পাঁচ টাকা আর সর্বনিম্ন ভাড়া থাকবে ২০ টাকা। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ১৫ শতাংশ ছাড়, ৩ ফুট উচ্চতার শিশু ও বীর মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেলের যাতায়াত করতে পারবেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

কাদের আরও জানান, উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মাত্র ১০ মিনিটে পৌঁছে যাবে মেট্রোরেল। এতে জনপ্রতি ভাড়া গুনতে হবে ৬০ টাকা। আর আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর কাজ সম্পন্ন হবে। তখন উত্তরা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩৮ মিনিট, এতে জনপ্রতি ভাড়া পড়বে ১০০ টাকা। 

আগামীকাল বুধবার বেলা ১১টা নাগাদ উদ্বোধনস্থলে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫ মিনিটে উন্মোচন হবে মেট্রোরেল। দুপুর ১২টা ২৫ মিনিটে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর টিকিট কেটে মেট্রোরেলে উঠে আগারগাঁও যাবেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত