নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম আলো কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের গায়ে হাত তোলাসহ হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টগোল করেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রে ঢুকে নিরাপত্তাকর্মীদের ধমক দেন এক যুবক। হট্টগোলকারীরা প্রথম আলো সম্পাদককে খুঁজতে থাকেন। হামলাকারীদের একজন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার পুরো ঘটনা সরাসরি সম্প্রচারও করেন। এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের বিচারের আওতায় আনার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। যদিও বিষয়টি তেজগাঁও থানাকে জানানোর পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে।
এমএসএফ মনে করে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুন প্রয়োগ করে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলার ঘটনা এতটাই স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে। যা শুধু দুঃখজনকই নয়, বরং সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থী।
প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার পরিবেশ প্রভাবমুক্ত রাখার জোর দাবি জানানোর পাশাপাশি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
প্রথম আলো কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের গায়ে হাত তোলাসহ হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল।
গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টগোল করেন। সেখানে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রে ঢুকে নিরাপত্তাকর্মীদের ধমক দেন এক যুবক। হট্টগোলকারীরা প্রথম আলো সম্পাদককে খুঁজতে থাকেন। হামলাকারীদের একজন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হামলার পুরো ঘটনা সরাসরি সম্প্রচারও করেন। এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের বিচারের আওতায় আনার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। যদিও বিষয়টি তেজগাঁও থানাকে জানানোর পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে।
এমএসএফ মনে করে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুন প্রয়োগ করে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলার ঘটনা এতটাই স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে। যা শুধু দুঃখজনকই নয়, বরং সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থী।
প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার পরিবেশ প্রভাবমুক্ত রাখার জোর দাবি জানানোর পাশাপাশি হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৩ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৩ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৯ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১২ মিনিট আগে