নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (এডি) মামুনুর রশিদের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ এই মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী।
বিচারক শওকত আলী অভিযোগটি আমলে নিয়ে রাজধানীর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী মাহবুব রানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদী সিরাজগঞ্জের শাহজাদপুর থানার একটি গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর দারুস সালাম এলাকায় থাকেন।
মামলায় অভিযোগ করা হয়, বাদীর সঙ্গে মামুনুর রশিদের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুবাদে মামুনুর রশিদ নারীকে বিয়ের প্রস্তাব দেন। তবে মামুনুর রশিদ বিয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত তাঁকে বাড়িতে তুলতে পারবেন না বলে জানান।
পরবর্তীকালে ২০২৩ সালের ১৬ জুলাই সাভার স্মৃতিসৌধে মামুনুর রশিদ কাবিননামার একটি নীল কাগজে স্বাক্ষর নিয়ে জানান তাঁদের মধ্যে বিয়ে হয়েছে। এ সময় সেখানে মামুনুর রশিদের দুই বন্ধুও উপস্থিত ছিলেন। এরপর তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে আশুলিয়ায় একটা ভাড়া বাসায় নিয়মিত বসবাস শুরু করেন।
ভুক্তভোগী নারী আরও অভিযোগ করেন, এ ঘটনা ওই নারী তাঁর বাবা-মাকে জানালে মামুনুর রশিদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন, ‘বিয়ের কথা গোপন করোনি কেন? তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
এরপর ২৯ জুলাই আসামি ভুক্তভোগী নারীকে একা বাসায় রেখে চলে যান। ৪ আগস্ট মামুনুর রশিদ বিয়ের সাক্ষীদের সঙ্গে নিয়ে বাদীর বাসায় এসে বলেন, এত দিন তাঁরা বিয়ের মিথ্যা নাটক সাজিয়ে একসঙ্গে বসবাস করেছেন। তাঁকে বিয়ে করে ঘরসংসার করার কোনো ইচ্ছা নেই। এ নিয়ে বাড়াবাড়ি করলে মামুনুর রশিদের মোবাইলে ধারণকৃত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন এবং বাদীকে গুম ও হত্যার হুমকি দেন।
এ ঘটনার পর ভুক্তভোগী নারী ওই বছরের ১২ সেপ্টেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পর আসামি তাঁর সঙ্গে আপস মীমাংসা করার কথা বললে তিনি মামলা প্রত্যাহার করে নেন।
পরবর্তীকালে আবারও আসামি তাঁকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (এডি) মামুনুর রশিদের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এ এই মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী।
বিচারক শওকত আলী অভিযোগটি আমলে নিয়ে রাজধানীর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী মাহবুব রানা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদী সিরাজগঞ্জের শাহজাদপুর থানার একটি গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর দারুস সালাম এলাকায় থাকেন।
মামলায় অভিযোগ করা হয়, বাদীর সঙ্গে মামুনুর রশিদের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুবাদে মামুনুর রশিদ নারীকে বিয়ের প্রস্তাব দেন। তবে মামুনুর রশিদ বিয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত তাঁকে বাড়িতে তুলতে পারবেন না বলে জানান।
পরবর্তীকালে ২০২৩ সালের ১৬ জুলাই সাভার স্মৃতিসৌধে মামুনুর রশিদ কাবিননামার একটি নীল কাগজে স্বাক্ষর নিয়ে জানান তাঁদের মধ্যে বিয়ে হয়েছে। এ সময় সেখানে মামুনুর রশিদের দুই বন্ধুও উপস্থিত ছিলেন। এরপর তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে আশুলিয়ায় একটা ভাড়া বাসায় নিয়মিত বসবাস শুরু করেন।
ভুক্তভোগী নারী আরও অভিযোগ করেন, এ ঘটনা ওই নারী তাঁর বাবা-মাকে জানালে মামুনুর রশিদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন, ‘বিয়ের কথা গোপন করোনি কেন? তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
এরপর ২৯ জুলাই আসামি ভুক্তভোগী নারীকে একা বাসায় রেখে চলে যান। ৪ আগস্ট মামুনুর রশিদ বিয়ের সাক্ষীদের সঙ্গে নিয়ে বাদীর বাসায় এসে বলেন, এত দিন তাঁরা বিয়ের মিথ্যা নাটক সাজিয়ে একসঙ্গে বসবাস করেছেন। তাঁকে বিয়ে করে ঘরসংসার করার কোনো ইচ্ছা নেই। এ নিয়ে বাড়াবাড়ি করলে মামুনুর রশিদের মোবাইলে ধারণকৃত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন এবং বাদীকে গুম ও হত্যার হুমকি দেন।
এ ঘটনার পর ভুক্তভোগী নারী ওই বছরের ১২ সেপ্টেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার পর আসামি তাঁর সঙ্গে আপস মীমাংসা করার কথা বললে তিনি মামলা প্রত্যাহার করে নেন।
পরবর্তীকালে আবারও আসামি তাঁকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
১৯ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে