জাবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এক শ্রেণির ক্ষোভের স্ফুলিঙ্গ বারবার দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কাল রাত থেকে স্থানীয় বাসিন্দারা হামলা করছে, আবার আজকে দেখতে পেলাম, রাকসু ভবনে একটি ছাত্রসংগঠন ভাঙচুর করেছে। আমরা মনে করি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো পুরো দেশকে অস্থিতিশীল করার একটি পাঁয়তারা। কিন্তু এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, ইন্টেরিম একেবারে নির্বিকার। ইন্টেরিম যে ম্যান্ডেট নিয়ে এসেছে, তাদের সেই অনুযায়ী কাজ করা উচিত এবং দ্রুত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা উচিত।’
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনো তৎপরতা চালায় নাই। আবার একই সময়ে আমরা দেখতে পাইি, রাকসু ভবনে ছাত্রদলের নেতা-কর্মীরা ভাঙচুর করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মনোনয়ন উত্তোলন করতে বাধা দিয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই, সেই লড়াইয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো। যারা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাধা দেওয়ার চেষ্টা করবে, আমরা তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।’
বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব সমাবেশের সঞ্চালনা করেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখা, গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এক শ্রেণির ক্ষোভের স্ফুলিঙ্গ বারবার দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কাল রাত থেকে স্থানীয় বাসিন্দারা হামলা করছে, আবার আজকে দেখতে পেলাম, রাকসু ভবনে একটি ছাত্রসংগঠন ভাঙচুর করেছে। আমরা মনে করি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো পুরো দেশকে অস্থিতিশীল করার একটি পাঁয়তারা। কিন্তু এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, ইন্টেরিম একেবারে নির্বিকার। ইন্টেরিম যে ম্যান্ডেট নিয়ে এসেছে, তাদের সেই অনুযায়ী কাজ করা উচিত এবং দ্রুত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা উচিত।’
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি, আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনো তৎপরতা চালায় নাই। আবার একই সময়ে আমরা দেখতে পাইি, রাকসু ভবনে ছাত্রদলের নেতা-কর্মীরা ভাঙচুর করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মনোনয়ন উত্তোলন করতে বাধা দিয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশে দীর্ঘদিন ধরে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই, সেই লড়াইয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো। যারা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাধা দেওয়ার চেষ্টা করবে, আমরা তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।’
বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব সমাবেশের সঞ্চালনা করেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি শাখা, গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণা। দীর্ঘ ৩৫ বছর পর আগামীকাল বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইশতেহার থেকে শুরু করে প্রচার—সবখানে প্রার্থীরা ছিলেন সরব। তবে শেষ মুহূর্তে প্রকাশ্যে এল ছাত্রদলের অন্তর্কোন্দল।
১ ঘণ্টা আগেস্বামী-স্ত্রী দুজনই যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, তবে একসঙ্গে আবাসনের ব্যবস্থা; অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক ভর্তুকি প্রদান; লাইব্রেরি, সেমিনার ও রিডিং রুম ২৪ ঘণ্টা খোলা রাখা, প্রথম বর্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা—এমন শত শত প্রতিশ্রুতি উঠে এল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ
১ ঘণ্টা আগেঅব্যবস্থাপনাসহ নানা সংকট ও সমস্যায় জর্জরিত হয়ে আছে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক, নার্স, সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী নেই। এ দিকে হাসপাতালের ইসিজি মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে আছে। এতে সেখানে ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষাও করা
১ ঘণ্টা আগেসরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদীতে চলছে মা ইলিশ শিকারের ‘উৎসব’। দিনরাত জাল ফেলে মা ইলিশ ধরে চলেছেন অসাধু কিছু জেলে। মৎস্য বিভাগ ও প্রশাসন অভিযান চালিয়েও জেলেদের রুখতে পারছে না। প্রশাসনের অভিযান শেষে কর্মকর্তারা নদী থেকে চলে গেলেই আবারও জাল ফেলছেন জেলেরা।
১ ঘণ্টা আগে