Ajker Patrika

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৬ জুন ২০২৩, ১৭: ৪৪
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় ট্রেনের ধাক্কায় রণজিৎ কুমার সরকার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ২টার দিকে বাগিচা রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে তিনি মারা যান। 

রণজিৎ কুমারকে হাসপাতালে নিয়ে আসা তৌহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘আমি পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত আছি। আমার বাসা খিলগাঁও এলাকায়। ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে বাগিচা মসজিদসংলগ্ন রেললাইনে মানুষের জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাঁকে একটি ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসি।’ 

রণজিৎ আরও বলেন, ‘স্থানীয় কিছু লোক বলছিল ওই ব্যক্তি রেললাইন থেকে চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে পড়েন।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এসএসআই) মো. মাসুদ জানান, ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হন। পরে এক পুলিশ কর্মকর্তা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির মাথায় আঘাত রয়েছে। 

মাসুদ আরও জানান, ওই ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম-পরিচয় জানা গেছে। তাঁর নাম রণজিৎ কুমার সরকার (৬৫), পিতা মৃত রবীন্দ্র সরকার, ঠিকানা দেওয়া আছে ওয়ারী, কাপ্তানবাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত