নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের দুটি প্লট, একটি গাড়ি জব্দ এবং তাঁর ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন সাবেক সংসদ সদস্যের স্ত্রী সীমা রহমানের স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন জানান।
দুদকের আবেদন অনুযায়ী, সীমা রহমানের ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ৫ কাঠা জমি যার মূল্য ২৭ লাখ ৫০ হাজার টাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৫ কাঠার প্লট, যার মূল্য ১৪ লাখ টাকা—জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর একটি প্রাইভেট কার, যার মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা জব্দ এবং দুটি ব্যাংক হিসাবে থাকা ৫ লাখ ৬০ হাজার ৩২৯ টাকা ও ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান শিখর ক্ষমতার দাপট দেখিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। যা তিনি ও তাঁর স্ত্রী ভোগ দখল করছেন। সাইফুজ্জামানকে তাঁর স্ত্রী অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন।
এ ঘটনায় দুদক গত ৭ জানুয়ারি সীমা রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলা তদন্তকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, সীমা রহমানের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলার ভবিষ্যৎ কার্যক্রম এবং অবৈধ সম্পদ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য এসব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করার নির্দেশনা প্রয়োজন।
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের দুটি প্লট, একটি গাড়ি জব্দ এবং তাঁর ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন সাবেক সংসদ সদস্যের স্ত্রী সীমা রহমানের স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন জানান।
দুদকের আবেদন অনুযায়ী, সীমা রহমানের ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ৫ কাঠা জমি যার মূল্য ২৭ লাখ ৫০ হাজার টাকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৫ কাঠার প্লট, যার মূল্য ১৪ লাখ টাকা—জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর একটি প্রাইভেট কার, যার মূল্য ৩৩ লাখ ৫০ হাজার টাকা জব্দ এবং দুটি ব্যাংক হিসাবে থাকা ৫ লাখ ৬০ হাজার ৩২৯ টাকা ও ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান শিখর ক্ষমতার দাপট দেখিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। যা তিনি ও তাঁর স্ত্রী ভোগ দখল করছেন। সাইফুজ্জামানকে তাঁর স্ত্রী অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন।
এ ঘটনায় দুদক গত ৭ জানুয়ারি সীমা রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলা তদন্তকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, সীমা রহমানের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলার ভবিষ্যৎ কার্যক্রম এবং অবৈধ সম্পদ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য এসব স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং অবরুদ্ধ করার নির্দেশনা প্রয়োজন।
রাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
১ ঘণ্টা আগেবিদেশে পাঠানোর নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি কথিত ট্রাভেল এজেন্সির মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫) ও লাকী আক্তার (৪০) এবং তাদের সহযোগী নাছির সিকদার (২১)।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত...
২ ঘণ্টা আগে