Ajker Patrika

সাত দফা দাবিতে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শহীদ মিনারে সমাবেশে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা।
শহীদ মিনারে সমাবেশে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা।

আরইবি-পিবিএসের বিদ্যমান সংকট নিরসনে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করছেন পল্লী বিদ্যুৎ-এর কর্মকর্তা-কর্মচারীরা। সমাবেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

তাঁদের সাতটি দাবি হলো— আরইবির অত্যাচারী ও স্বৈরাচার চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ, জেলা প্রশাসক সম্মেলন-২০২৫ এ গৃহীত মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এক ও অল্প চাকরিবিধি প্রণয়নসহ পবিস ও আরইবি একীভূতকরণের প্রজ্ঞাপন জারি, মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক ও পোষ্য কর্মীদের চাকরি নিয়মিত করা, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল করা এবং সংযুক্ত ও সাময়িক বরখাস্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করা, জরুরি কাজে নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়ম/শ্রম আইন অনুযায়ী নির্দিষ্ট কর্ম ঘণ্টা/শিফটিং ডিউটি বাস্তবায়ন এবং সংস্কার কার্যক্রম শেষ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে সমিতি পরিচালনা করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত