Ajker Patrika

রাজবাড়ীতে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ ৩ 

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ ৩ 

রাজবাড়ীতে ধানের চাতাল বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের ছাত্তার মল্লিকের ধানের চাতালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম ইসমাইল শিকদার (২২)। তিনি গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের ফেলু শিকদারের ছেলে। 

নিহত ইসমাইলের চাচা শহিদুল ইসলাম জানায়, সকালে ধানের চাতালে শ্রমিকেরা কাজ করছিলেন। হঠাৎ চাতালে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে ঝলসে ঘটনাস্থলেই চাতালের শ্রমিক ইসমাইল মারা যান। সেই সঙ্গে কুদ্দুস ও নারী শ্রমিক ভোলো বেগম এবং চাতালের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী দগ্ধ হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত