Ajker Patrika

মেয়েকে খুনের ঘটনায় সৎমায়ের আপিলের রায় মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেয়েকে খুনের ঘটনায় সৎমায়ের আপিলের রায় মঙ্গলবার

মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৎমা শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকির করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আগামীকাল মঙ্গলবার রায় দেবেন হাইকোর্ট। আসামির ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। 

 ২০১৫ সালের ১৩ জুন ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে সাদিয়া আলম জয়াকে (১৪) কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় শাকিলাকে আসামি করে নিহত কিশোরীর মা ফারজানা ইসলাম স্বপ্না টঙ্গী থানায় হত্যা মামলা করেন। শাকিলা জয়ার সৎ মা। তদন্ত শেষে ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 

বিচার শেষে ২০১৬ সালের ৩১ জুলাই সৎমা শাকিলাকে মৃত্যুদণ্ড দেন গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালত। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিও আপিল করেন। 

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল নির্মল কুমার দাস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত